Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

ভোটের দিন সেবা নিতে হাসপাতালগুলোকে প্রস্তুত থাকার নির্দেশ

জগন্নাথপুর২৪ ডেস্ক:
একাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হতে যাচ্ছে ৩০ ডিসেম্বর। ওই দিন সারা দেশে কোনো সংঘর্ষ হলে আহতদের যাতে জরুরি স্বাস্থ্যসেবা দেওয়া যায় সে জন্য সরকারি হাসপাতালগুলোকে প্রস্তুত থাকার নির্দেশ দিয়েছে ইসি।
স্বাস্থ্য মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের সচিব ও স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালককে এ সংক্রান্ত নির্দেশনা দিয়েছেন নির্বাচন কমিশন (ইসি) সচিব হেলালুদ্দীন আহমদ।
নির্দেশনা বলা হয়েছে, নির্বাচন উপলক্ষে ২৯, ৩০ ও ৩১ ডিসেম্বর তিনদিন নির্বাচনী কাজে নিয়োজিত যেকোনো কর্মকর্তা-কর্মচারীর প্রয়োজনে জরুরি চিকিৎসাসেবা প্রদানের জন্য ঢাকায় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় ও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালসহ দেশের সকল বিভাগীয়, জেলা ও উপজেলা পর্যায়ের হাসপাতাল সার্বক্ষণিক প্রস্তুত এবং অ্যাম্বুলেন্স স্ট্যান্ডবাই রাখতে হবে।

Exit mobile version