Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

‘ভোট ডাকাতি প্রতিরোধ করতে ফজরের নামার পর থেকে ভোটকেন্দ্র পাহারায় থাকতে হবে’

জগন্নাথপুর২৪ ডেস্ক::
সিলেট-১ (সিলেট সদর ও মহানগর) আসনে বিএনপি ও জাতীয় ঐক্যফ্রন্ট মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী, বিএনপি চেয়ারাপার্সনের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, আওয়ামী লীগ ভোট ডাকাতের দল। ২০১৪ সালের নির্বাচনে এরা বিনা ভোটে নিজেদের জয়ী ঘোষণা করে। সর্বশেষ সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনে এরা নজিরবিহীন ভোট ডাকাতি করে পূণ্যভূমি সিলেটের মাটিকে অপবিত্র করার চেষ্টা করেছে। এরা আগামী ৩০ ডিসেম্বরও তারা ভোট ডাকাতির চেষ্টা করতে পারে। আর তাই ফজরের নামাজ পড়েই কেন্দ্রে গিয়ে নিজের ভোট প্রয়োগ করতে হবে। মা বোনদেরকেও নিজের আমানত পবিত্র ভোটাধিকার প্রয়োগ করে জালিম স্বৈরশাসক আওয়ামী লীগের কবল থেকে দেশকে মুক্ত করতে হবে।

তিনি বৃহস্পতিবার সিলেট সদর উপজেলার টুকের বাজারে নির্বাচনী গণসংযোগ ও পথসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

বৃহস্পতিবার সকাল ১০টায় টুকের বাজার এলাকায় গণসংযোগ ও পথসভার মধ্য দিয়ে দিনের প্রচারণার কাজ শুরু করেন বিএনপি প্রার্থী খন্দকার আব্দুল মুক্তাদির।

টুকের বাজারে অনুষ্ঠিত নির্বাচনী পথসভায় সভাপতিত্ব করেন বিএনপি নেতা ওয়ারিছ মিয়া। হেলাল আহমদ মাসুমের পরিচালনায় এতে খন্দকার আব্দুল মুক্তাদির ছাড়াও বক্তব্য রাখেন সিলেট জেলা বিএনপির সভাপতি আবুল কাহের শামীম, জেলা বিএনপির সহ সভাপতি এ কে এম তারেক কালাম, পেশাজীবী সমন্বয় পরিষদ নেতা বদরুদ্দোজা বদর, আলহাজ্ব শহীদ আহমদ চেয়ারম্যান, মহানগর বিএনপির উপদেষ্টা আব্দুস সালাম বাচ্চু, জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সম্পাদক আফছর খান, জেলা ছাত্রদলের সভাপতি আলতাফ হোসেন সুমন, মহানগর ছাত্রদলের সাবেক যুগ্ম সম্পাদক জামিল আহমদ, যুবদল নেতা আব্দুল আজিজ প্রমুখ। সভার শুরুতে কোরআন তেলায়তক করেন নোমান আহমদ।

পরে বিএনপি প্রার্থী খন্দকার আব্দুল মুক্তাদিরসহ বিএনপি নেতৃবৃন্দ কারাবন্দি বিএনপি নেতা, সিলেট সদর উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান আবুল কাশেমের বাড়িতে যান ও তার পরিবারের সদস্যদের খোঁজখবর নেন।

Exit mobile version