Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

ভোট নিয়ে জগন্নাথপুরের তিন মেয়র প্রার্থী যা বললেন

বিশেষ প্রতিনিধি::

সুনামগঞ্জের জগন্নাথপুর পৌরসভায় শনিবার (১৬ জানুয়ারী) সকাল ৮টা থেকে ইভিএমের মাধ্যমে ভোট গ্রহণ শুরু হয়েছে।

এদিকে সকাল ১০ টার দিকে ইকড়ছই মাদরাসা ভোটকেন্দ্র আওয়ামী লীগ মনোনীত প্রার্থী বর্তমান মেয়র মিজানুর রশীদ ভূঁইয়া (নৌকা) কেন্দ্র পরিদর্শন শেষে বলেন, আমি চাই একটু সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনে ভোট শেষ হউক। আমি গত উপ নির্বাচনে জয়ী হয়েছিলাম। ইনশাআল্লাহ এবারও জয়ী হব।

অপরদিকে বেলা ১১টার দিকে স্বরুপ চন্দ উচ্চ বিদ্যালয় ভোট কেন্দ্রে পরির্দশন শেষে স্বতন্ত্র প্রার্থী সাবেক মেয়র আক্তারুজ্জামান আক্তার (চামচ) সাংবাদিকের বলেন, এখন পর্যন্ত যত সেন্টার দেখেছি সেগুলো সুষ্ঠু ভাবে সম্পন্ন হচ্ছে। জয়ের ব্যাপারে আমি শতভাগ আশাবদী।

আর হবিবপুর মাঝপাড়া বিদ্যালয় ভোটকেন্দ্রে তাঁর প্রতিক্রিয়া জানতে চাইলে তিনি কোন মন্তব্য করতে রাজি হননি।

এদিকে নির্বাচনে অপ্রীতিকর যেকোন ঘটনা এড়াতে কেন্দ্রে কেন্দ্রে আইনশৃঙ্খলা বাহীনির উপস্থিতি রয়েছে।

নির্বাচনে ৫ মেয়র প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। আওয়ামী লীগ মনোনীত প্রার্থী বর্তমান মেয়র মিজানুর রশীদ ভূঁইয়া (নৌকা), বিএনপির প্রার্থী পৌর বিএনপির সাধারণ সম্পাদক হারুনুজ্জামান হারুন (ধানের শীষ), স্বতন্ত্র প্রার্থী সাবেক মেয়র আক্তারুজ্জামান আক্তার (চামচ), স্বতন্ত্র প্রার্থী যুক্তরাজ্য প্রবাসি আমজাদ আলী শফিক (মোবাইলফোন) ও স্বতন্ত্র প্রার্থী বিঞ্চু রায় (জগ)। আর কাউন্সিলর পদে ৩৯ এবং ৯ জন নারী কাউন্সিলর প্রতিদ্বন্দ্বিতায় রয়েছেন।

এছাড়া র‌্যাব, বিজিপিসহ পুলিশের তিন প্লাটুন স্ট্রাইকিং র্ফোস রয়েছে নির্বাচনী দায়িত্বে।

 

Exit mobile version