Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

মতবিনিময় সভায় জগলুল- বির্তকিতদের মনোনয়ন দিলে ভরাডুবি হবে

সুনামগঞ্জ-৪ (সদর বিশ্বম্ভরপুর) আসনের আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী বাংলাদেশ আওয়ামী লীগের জাতীয় কমিটির সদস্য ও পৌর মেয়র আয়ূব বখ্ত জগলুল সদর উপজেলার সলুকাবাদ ইউনিয়নের বাঘবেড় বাজারে মুক্তিযোদ্ধা প্রাঙ্গনে তৃণমূল আওয়ামী লীগের নেতাকর্মীদের সাথে মতবিনিময় সভা করেছেন। জননেত্রী শেখ হাসিনার উন্নয়ন কর্মকান্ড জনগণের সম্মুখে তুলে ধরতে রবিবার বিকালে অনুষ্ঠিত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন বীর মুক্তিযোদ্ধা নুরু মিয়া, সভা পরিচালনা করেন বিশ্বম্ভরপুর উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক শুভ।
মতবিনিময় সভায় আয়ূব বখত জগলুল বলেছেন, ‘আমি বাংলাদেশ আওয়ামী লীগের জাতীয় কমিটির সদস্য এবং আওয়ামী লীগ পরিবারের সন্তান হিসেবে জননেত্রী শেখ হাসিনার উন্নয়ন কর্মকান্ড তৃণমূলে পৌঁছে দিতে এখানে এসেছি। বিএনপির কোনো কর্মসূচীতে
আসিনি। কিন্তু লজ্জার বিষয়, সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের এক নেতা ঢাকায় থেকে স্থানীয় আওয়ামী লীগ নেতাকর্মীদের এই মতবিনিময় সভায় যোগদান করতে নিষেধ করেছেন। আওয়ামী লীগের অনুষ্ঠানে বাধা প্রদানকারি ওই নেতার আত্মীয় স্বজন সবাই রাজাকার ছিলেন এবং তারা দিরাইয়ে সেভেন মার্ডারের সাথেও জড়িত ছিলেন। এমন লোকদের কারণেই দল ক্ষতিগ্রস্ত হচ্ছে।’
এসময় নেতাকর্মীরা বলেন, ‘সুনামগঞ্জের মুক্তিযোদ্ধা ও আওয়ামী পরিবারের সন্তান হিসেবে সুনামগঞ্জ-৪ আসনে জগলুলের কোনো বিকল্প নাই। এখানে বহিরাগত এবং বির্তকিত ব্যাক্তিদের দলীয় মনোনয়ন দিলে নির্বাচনে ভরাডুবি হবে।’
সভায় উপস্থিত ছিলেন, জেলা আওয়ামী লীগ নেতা অ্যাড. নজরুল ইসলাম, অ্যাড. শুকুর আলী, জিতেন্দ্র তালুকদার পিন্টু, পৌর আওয়ামী লীগের একাংশের সাধারণ সম্পাদক সাজিদুর রহমান, জেলা স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি ঝন্টু তালুকদার, পৌর আওয়ামী লীগের সহ-সভাপতি দোলন তালুকদার, দপ্তর সম্পাদক লিটন সরকার, পৌর আওয়ামী লীগ নেতা শাহরিয়ার আহমদ রিগ্যান, সোলেমান প্রমুখ। (প্রেস বিজ্ঞপ্তি)

Exit mobile version