Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

মনোনয়ন না দেওয়া হলে গনহারে পদত্যাগের হুমকি

জগন্নাথপুর২৪ ডেস্ক::

চাঁদপুর-১ কচুয়া আসনে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ও বর্তমান সাংসদ ড. মহীউদ্দীন খান আলমগীরকে চূড়ান্তভাবে মনোনয়ন না দেওয়া হলে একযোগে পদত্যাগের হুমকি দিয়েছেন তার অনুসারীরা।

বৃহস্পতিবার দুপুরে চাঁদপুর প্রেসক্লাবে এ নিয়ে তারা সংবাদ সম্মেলন করেন।

এর আগে কচুয়ায় কালের কণ্ঠ এবং বাংলাদেশ প্রতিদিনে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়ে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন, কচুয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি আইয়ুব আলী পাটওয়ারী। অন্যদের মধ্যে কচুয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সোহরাব হোসেন চৌধুরী সোহাগ, কচুয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান শাজাহান শিশির, কচুয়া উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট হেলাল উদ্দিনও বক্তব্য রাখেন।

সংবাদ সম্মেলনে বক্তারা বলেন, বর্তমান সংসদ সদস্য ড. মহীউদ্দীন খান আলমগীরের মনোনয়ন নিশ্চিত করতে হবে। একই সঙ্গে গত বুধবার কালের কণ্ঠ ও বাংলাদেশ প্রতিদিনে তাদের সংসদ সদস্যকে নিয়ে যে সংবাদ প্রকাশিত হয়েছে, তার প্রতিবাদ জানান তারা।

এছাড়া আওয়ামী লীগের মনোনয়নপ্রাপ্ত মো. গোলাম হোসেনকে নৌকা প্রতীক দেওয়া হলে একযোগে গণ পদত্যাগের হুমকিও দেন ড. মহীউদ্দীন খান আলমগীরের এসব অনুসারীরা। এর আগে সকালে কচুয়া বাজারে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়ে মানববন্ধন কর্মসূচি পালন করেন তারা।

এদিকে, ড. মহীউদ্দীন খান আলমগীরের অনুসারীদের সংবাদ সম্মেলন ও মানববন্ধন নিয়ে কথা বলেন, চাঁদপুর-১ কচুয়া আসনে আওয়ামী লীগের মনোনয়নপ্রাপ্ত মো. গোলাম হোসেন।

তিনি বলেন, তৃণমূলের মাধ্যমে আওয়ামী লীগে যোগদান করেছি।

সুত্র-কালের কণ্ঠ

Exit mobile version