Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

মন্ত্রীদের ঈদ কার কোথায়

জগন্নাথপুর টুয়েন্টিফোর ডেস্ক::স্থানীয় সরকার মন্ত্রণালয়ের দায়িত্ব পালনকালে সৈয়দ আশরাফুল ইসলামকে নিজ জেলা কিশোরগঞ্জে ঈদ পালন করতে দেখা গেলেও জনপ্রশাসন মন্ত্রণালয়ের দায়িত্ব পাওয়ার পর তিনি প্রথম ঈদ করছেন ঢাকায়।এছাড়া সরকারের জ্যেষ্ঠ মন্ত্রীদের অধিকাংশই এবার ঢাকায় ঈদ করবেন বলে সংশ্লিষ্টদের তথ্য কর্মকর্তাদের কাছে জানা গেছে।অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত, কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী, স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম, আইনমন্ত্রী আনিসুল হক, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী ছায়েদুল হক, বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদ এবার ঢাকায় ঈদ করবেন।
পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলীরও ঢাকায় ঈদ করার কথা রয়েছে। এই মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম নিজ নির্বাচনী এলাকা রাজশাহী ঘুরে এসে ঢাকায় ঈদ করবেন।অন্য বছর নিজ এলাকার মানুষের সঙ্গে ঈদ করলেও শিল্পমন্ত্রী আমির হোসেন আমু এবার ঈদ করবেন ঢাকায়।বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ ঈদ করবেন তার নির্বাচনী এলাকা ভোলায়। ঈদের একদিন আগে তার এলাকায় যাওয়ার কথা রয়েছে।গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন ঈদ করবেন চট্টগ্রামের মিরসরাইয়ের নিজ এলাকায়। ইতোমধ্যেই তিনি ঢাকা ছেড়েছেন।পরিকল্পনা মন্ত্রী আ হ ম মুস্তাফা কামালও ঈদ করবেন কুমিল্লায় তার নিজ এলাকায়।সমাজ কল্যাণমন্ত্রী সৈয়দ মহসীন আলী ঈদ করছেন তার জেলা মৌলভীবাজারে। বুধবারই তিনি ঢাকা ছেড়ে গেছেন। অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এম এ মান্নান দক্ষিন ‍সুনামগঞ্জে ঈদ করছেন।

Exit mobile version