Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

মসজিদে নববীতে ইতিকাফ পালনে ১৩ লক্ষ মুসল্লি

জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকম ডেস্ক :: চলতি বছর সৌদি আরবের মসজিদে নববীতে ইতিকাফ পালন করছেন ১৩ লাখ ৫৬৫ জন মুসল্লি। এর মধ্যে ১১ লাখ ৪৩২ জন পুরুষ এবং ২ লাখ ১৪৩ জন নারী।
সৌদি গেজেটের খবরে বলা হয়েছে, মুসল্লিরা যাতে সুন্দর ও শান্তিপূর্ণভাবে ইতিকাফ পালন করতে পারেন সেজন্য সরকারের পক্ষ থেকে সব ধরনের ব্যবস্থা করা হয়েছে।

ইসলামী পরিভাষায় রমজানের শেষ ১০ দিন মসজিদে অবস্থান করে ইবাদত-বন্দেগী, ইসলামিক জ্ঞানার্জন, জিকির-আজগার প্রর্ভতির মাধ্যমে আল্লাহর নৈকট্য লাভের প্রচেষ্টাকে ইতিকাফ বলে। ইতিকাফ পালনকালে একান্ত প্রয়োজন ছাড়া বাইরে যাওয়া নিষেধ।
মসজিদে নববীর প্রবেশ পথসমূহের পরিচালক সৌদ আল সাদি বলেছেন, ইতিকাফ পালন উপলক্ষে মসজিদের তিনটি অংশ পুরুষদের এবং একটি অংশ মহিলাদের জন্য বরাদ্দ দেওয়া হয়েছে। এ ছাড়া ইতিকাফ পালনকারীদের জন্য বিশেষ নির্দেশনা জারি করা হয়েছে বলেও জানান তিনি।

Exit mobile version