Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

মসজিদ থেকে জুতা চুরির দায়ে এক ব্যক্তিকে এক বছরের দন্ড দিল ভ্রাম্যমাল আদালত

হবিগঞ্জ প্রতিনিধি:হবিগঞ্জ শহরের কোটর্ মসজিদে জুতা চুরির অপরাধে আব্দুল খালেক (৩৫) নামের ব্যক্তিকে একবছরের কারাদন্ড প্রদান করেছেন ভ্রাম্যমাণ আদালত। একইসাথে তাকে ৫ হাজার টাকাও জরিমানা করা হয়েছে। অনাদায়ে আরও ৭ দিনের সশ্রম কারাদন্ড প্রদান করা হবে। আব্দুল খালেক চাঁদপুর জেলার ফরিদগঞ্জের কসবা গ্রামের মৃত আলী বক্সের পুত্র। শুক্রবার বিকাল ৩টায় হবিগঞ্জের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আলমগীর হোসেনের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।

জানা যায়, শহরের কোর্ট মসজিদে সম্প্রতি জুতা চোরের উপদ্রুপ বেড়েই চলেছে। প্রতিদিন তারাবির নামাজের সময়সহ প্রতি ওয়াক্তেই শতাধিক জোড়া জুতা চুরি হয়। শুক্রবার উলে­খিত সময়ে আব্দুল খালেক নামের ওই চোর জুতা চুরি করার সময় এক ব্যাগ জুতাসহ হাতে নাতে ধরা পড়ে। পরে ভ্রাম্যমাণ আদালত তাকে এক বছরের কারাদন্ড প্রদান করেন। একই সাথে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।

ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আগমীর হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

Exit mobile version