Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

মাটি খুঁড়তেই লাখপতি কৃষক

জগন্নাথপুর২৪ ডেস্ক::প্রতিদিন কাজ করে সংসার চলে প্রকাশ শর্মার। পেশায় তিনি একজন কৃষক। অন্যান্য দিনের মতোই মাটি কাটার কাজ করছিলেন তিনি। কিন্তু এদিন যে তার ভাগ্য বদলে যাবে হয়তো বুঝতেও পারেননি শর্মা।

ভারতের মধ্যপ্রদেশের পান্না জেলার বাসিন্দা প্রকাশ শর্মা। মাঠে কাজ করতে গিয়ে শুরু করেন মাটি খোঁড়া। খুঁড়তে খুঁড়তে হঠাৎ পেয়ে যান একটি হীরা।

স্থানীয় এক সরকারি কর্মকর্তার বরাত দিয়ে ভারতীয় গণমাধ্যমে বলা হয়েছে, হীরাটি পরীক্ষা করে দেখা হয়েছে। সেটি ১২ দশমিক ৫৮ ক্যারেটের। মাটির নিচে থাকলেও যথেষ্ট ভালো অবস্থায় রয়েছে সেটি।

পরে হীরাটি নিলামে তোলা হয়। হীরাটির দাম ওঠে ৩০ লাখ টাকা। এর ১১ শতাংশ সরকারকে ট্যাক্স দিয়ে বাকি টাকা পেয়েছেন শর্মা।

Exit mobile version