Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

মানবতাবিরোধী অপরাধ ২ জনের মৃত্যুদণ্ড, ৩ জনের আমৃত্যু কারাদণ্ড

জগন্নাথপুর টুয়েন্টিফোর ডেস্ক :: একাত্তরে মানবতাবিরোধী অপরাধের মামলায় মৌলভীবাজারের পাঁচ আসামির মধ্যে দুজনকে মৃত্যুদণ্ডাদেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনাল। বাকি তিন আসামিকে আমৃত্যু কারাদণ্ডাদেশ দিয়েছেন আদালত। আজ বুধবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চেয়ারম্যান মো. শাহিনুর ইসলামের নেতৃত্বাধীন তিন বিচারপতির ট্রাইব্যুনাল এ রায় ঘোষণা করেন। এর আগে আজ সকাল পৌনে ১১টার দিকে দীর্ঘ ২০২ পৃষ্ঠার রায় পড়া শুরু করেন ট্রাইব্যুনালের বিচারপতিরা।

আসামি নেছার আলী ও ওজায়ের আহমেদ চৌধুরীকে মৃত্যুদণ্ডাদেশ দিয়েছেন ট্রাইব্যুনাল। আর শামসুল আলম চৌধুরী, মোবারক ও ইউনুছ আমৃত্যু কারাদণ্ডাদেশ পেয়েছেন।
আসামিদের মধ্যে ইউনুস আহমেদ ও ওজায়ের আহমেদ চৌধুরী কারাগারে আছেন। বাকিরা পলাতক।

আসামিদের বিরুদ্ধে হত্যা, গণহত্যা, আটক, অগ্নিসংযোগ ও লুটপাটের মোট ৫টি অভিযোগ রয়েছে।

Exit mobile version