Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

মানবিক মুল্যবোধ জাগ্রত করার মাধ্যমে শিক্ষার্থীদেরকে সুনাগরিক হিসেবে গড়ে তুলতে হবে-মুক্তাদীর অাহমদ

স্টাফ রিপোর্টার- জগন্নাথপুর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মুক্তাদীর আহমদ মুক্তা বলেছেন, শিক্ষার্থীদেরকে পাঠ্য পুস্তকের পাশাপাশি জ্ঞান বিজ্ঞান ও তথ্য প্রযুক্তিতে নিজেদেরকে তৈরী করে তুলতে হবে। মানবিক মুল্যবোধ জাগ্রত করার মাধ্যমে পড়ালেখার পাশাপাশি ক্রীড়া ও সাংস্কৃতিক চর্চ্চায় নিজেদেরকে প্রতিযোগী করে তুলতে হবে। তিনি বলেন, বর্তমান সরকার শিক্ষা, ক্রীড়া,সংস্কৃতির দিক দিয়ে নিজেদের ঐতিহ্য ও কৃষ্টি সংস্কৃতিকে ধরে রাখতে সব ধরনের পৃষ্টপোষকতা করে যাচ্ছে। শিক্ষার্থীদেরকে এসব বজায় রেখে সুনাগরিক হিসেবে গড়ে তুলতে হবে। তিনি জগন্নাথপুর উপজেলার গোপরাপুর ওয়ারিয়াস ক্লাবের উদ্যোগে দুই দিন ব্যাপি বার্ষিক ক্রিড়া ও পুরস্কার বিতরনী অনুষ্ঠানে মঙ্গলবার প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন। গোপরাপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মোঃ বারিক মিয়ার সভাপতিত্বে ও ওয়ারিয়াস ক্লাবের সভাপতি মিছলুর রহমানের সঞ্চালনায় এতে বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা শিক্ষা অফিসার জয়নাল আবেদীন। অন্যান্যর মধ্যে বক্তব্য রাখেন খাগাউড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক হিরন মিয়া, ওয়ারিয়াস ক্লাবের উপদেষ্টা ফয়জুল হক, জাকির হোসেন মিটু, সালদিকা দারুস সালামের সভপতি জাবেদ মনি, ওয়ারিয়াস ক্লাবের সহ-সভাপতি কামাল হোসেন প্রমুখ। এ সময় উপস্থিত ছিলেন আব্দুর নূর, আকিক মিয়া, মকদ্দুস মিয়া, জাকির হোসেন,বিরেন্দ্র বৈদ্য,জবায়ের আহমদ, শাহিন মিয়া সুমন। অনুষ্টানের শুরুতে কোরআন তেলোওয়াত করেন শাকির আহমেদ । পরে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরন করা হয়।

Exit mobile version