Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

মানুষের মস্তিষ্কে করোনার জীবাণু বাঁচতে পারে ১০ বছর!

জগন্নাথপুর২৪ ডেস্ক:;
মানুষের মস্তিষ্কে করোনাভাইরাসের জীবাণু ১০ বছর টিকে থাকতে পারে বলে যুক্তরাজ্যের একটি গবেষণায় উঠে এসেছে।

লন্ডনের ইম্পেরিয়াল কলেজের ওই গবেষণায় বিজ্ঞানীরা প্রমাণ পেয়েছেন, প্রাণঘাতী এ ভাইরাস মানুষের মস্তিষ্কের কার্যকারিতা ৮ দশমিক ৫ শতাংশ ধ্বংস করে দেয় এবং নানা ধরনের মানসিক সমস্যার সৃষ্টি করে। খবর আরব নিউজের।

৮৪ হাজার ২৮৫ জনের ওপর সমীক্ষা চালিয়েছে ওই গবেষক দল। এতে দেখা গেছে, করোনা থেকে কয়েক সপ্তাহ বা মাস পর মুক্তি পেলেও এর প্রভাব রয়ে যায় রোগীর দেহে।

করোনা থেকে সেরে ওঠার পর অনেকের স্মৃতিশক্তি লোপ পেতে থাকে। এসব ক্ষেত্রে ধরে নিতে হবে তার মস্তিষ্কে এখনও ভাইরাসটির বসবাস।

এর প্রভাব কী পর্যন্ত থাকবে তা নির্ধারণ করতে না পারলেও বিজ্ঞানীরা বলছেন সেরে ওঠার ১০ বছর পর্যন্ত এর প্রভার থাকতে পারে।

সৌজন্যে যুগান্তর

Exit mobile version