Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

মালয়েশিয়ায় ৫০ বাংলাদেশি আটক

জগন্নাথপুর টুয়েন্টিফোর ডেস্ক ::
মালয়েশিয়ার অভিবাসন বিভাগের হাতে ধরাশায়ী হয়েছে আরেকটি মানবপাচার চক্র। এ দফায় আটক হয়েছে ৫০ জন বাংলাদেশি। মালয়েশিয়ার স্টার অনলাইনের খবরে বলা হয়, এ চক্রটির হোতা ‘এবং বাংলা’ নামের এক ব্যক্তি। তার বয়স ৪৩। আর শুক্রবার সকালে চালানো এক অভিযানে তার সঙ্গে আটক করা হয় মালয়েশিয়ান এক ব্যক্তিকে। অভিবাসন বিভাগের মহাপরিচালক মুস্তাফার আলি বলেন, কয়েক সপ্তাহের নজরদারির পর তার বিভাগের কর্মকর্তারা শাহ আলম এলাকার একটি বাড়িতে অভিযান চালায়।
সেখানে ৫০ জন বাংলাদেশিকে পাওয়া যায়। মুস্তাফার আলি বলেন, ‘এদের বেশিরভাগই অভিবাসন বিভাগের কালোতালিকাভুক্ত। তারা ঢাকা থেকে প্রথমে ইন্দোনেশিয়ার জাকার্তায় পৌঁছায়। সেখান থেকে নৌকাযোগে অবৈধভাবে মালয়েশিয়ায় প্রবেশ করে।’
তিনি আরো জানান, ‘আটককৃত ৫০ জন বাংলাদেশির বয়স ২০ থেকে ৪৫ এর মধ্যে। এদের অনেকে আগে মালয়েশিয়ায় ছিল। অবৈধভাবে কাজ করা অথবা কাজের অনুমোদন মেয়াদোত্তীর্ন হওয়ার কারণে তাদের গ্রেপ্তার করা হয়েছিল। এ কারণে তাদের নাম ওঠে কালোতালিকায়। ফলে তাদের বৈধ পথে মালয়েশিয়ায় আসার সুযোগ ছিল না।’
ঘটনাস্থল থেকে ১৩হাজার রিঙ্গিত নগদ অর্থ জব্দ করা হয়।

Exit mobile version