Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

মাশরাফির নের্তৃত্বে বিজয়ী বাংলাদেশ

জগন্নাথপুর টুয়েন্টিফোর স্পোর্টস ডেস্ক:: ব্যাটে সৌম্য, ইমরুল আর সাকিব জ্বলে উঠেছিলেন। বোলিংয়ে তেতে উঠলেন মোস্তাফিজ, সাকিব। অধিনায়ক মাশরাফিকে জয় দিয়ে টি-টুয়েন্টি থেকে বিদায় দিতে জেগে উঠেছিলেন সবাই। ব্যাটিং-বোলিং এর পাশাপাশি ফিল্ডিং হয়েছে দুর্দান্ত। বাংলাদেশ জিতেছে ৪৫ রানে। টেস্ট, ওয়ানডের পর টি-টুয়েন্টি সিরিজও হয়েছে ড্র।

১৭৭ রানের টার্গেটে নেমে শুরুতেই খেই হারায় স্বাগতিকরা। প্রথম ওভারেই সাফল্য সাকিব আল হাসানের। আগের ম্যাচের সেরা কুসাল পেরেরাকে ফিরিয়ে দেয়ার পর মুনাবিরাকেও ফিরিয়েছেন তাড়াতাড়ি।

উইকেট নেয়ার মিশনে যোগ দেন মাহমুদুল্লাহ, মোস্তাফিজরা। তাতে ৫০ রানের আগেই ৫ উইকেট হারায় শ্রীলঙ্কা। খেলা টেনে নিয়ে যাচ্ছিলেন কাপুগেদেরা আর পেরেরা। পেরেরাকে ফিরিয়ে সেই চেষ্টা থামান সাকিব।

জীবনের টি-টুয়েন্টিতে উইকেট বঞ্চিত থাকতে হয়নি মাশরাফিকেও। মোস্তাফিজ ছিলেন পুরনো ছন্দে। তাতে বেশিদূর এগোতে পারেনি থারাঙ্গার দল। দুই ওভার বাকি থাকতেই ১৩১ রানে গুটিয়ে যায় তারা।

টস জিতে শুরুটা দারুণ করেছিলেন সৌম্য সরকার আর ইমরুল কায়েস। প্রথম ছয় ওভারের পাওয়ার প্লেতেই ৭১ রানের জুটি। তাতে ঝড় তুলেছেন দুজনেই। সৌম্য তাতে কিছুটা এগিয়ে। ফিরলেন আগে। ১৭ বলে ৩৪ রানের ইনিংস থামল সফট ডিসমিসালে। ইমরুল ফিরলেন নিজের ভুলে। ২৫ বলে ৩৬ রান করে বল কল দিয়ে রান আউট হন তিনি। তবে সাকিব টেনেছেন ভালোই। সর্বোচ্চ ৩৮ করেছেন বিশ্বের এক নম্বর অলরাউন্ডার। ছোট খাট ঝড় তুলেছেন মোসাদ্দেক সৈকত ও মুশফিকুর রহিম । তাতে বাংলাদেশ পায় ১৭৬ রানের পুঁজি।

৩৪ রানে ৩ উইকেটের পাশাপাশি হ্যাট্রিক করেন লাসিথ মালিঙ্গা।

Exit mobile version