Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

মাহমুদুর রহমানের জামিন বহাল

প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে ও তার তথ্যপ্রযুক্তিবিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়কে অপহরণচেষ্টা ও হত্যা ষড়যন্ত্রের অভিযোগে দায়ের করা মামলায় আমার দেশ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমানের জামিন বহাল রেখেছেন আপিল বিভাগ।

হাইকোর্টে দেওয়া জামিন স্থগিত চেয়ে রাষ্ট্রপক্ষের করা আবেদনের শুনানি শেষে সোমবার প্রধান বিচারপতির নেতৃত্বে পাঁচ সদস্যের বেঞ্চ এ আদেশ দেন। বেঞ্চের অপর সদস্যরা হলেন বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন, হাসান ফয়েজ সিদ্দিকী, মির্জা হোসেইন হায়দার ও বজলুর রহমান।

এতে করে মাহমুদুরের মুক্তিতে বাধা নেই বলে জানিয়েছেন তার আইনজীবীরা।

মাহমুদুর রহমানের পক্ষে মামলার শুনানিতে অংশ নেন অ্যাডভোকেট এ জে মোহাম্মদ আলী, সালাহউদ্দিন আহমেদ। অন্যদিকে রাষ্ট্রপক্ষে ছিলন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম।

এর আগে গত ১৮ সেপ্টেম্বর হাইকোর্টের আদেশ ৩০ অক্টোবর পর্যন্ত স্থগিত করেছিলেন চেম্বার বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী।

এর আগে ৭ সেপ্টেম্বর হাইকোর্টের একটি দ্বৈত বেঞ্চ ওই মামলায় মাহমুদুর রহমানকে নিয়মিত জামিন দিয়েছিলেন।

যুক্তরাষ্ট্রে সজীব ওয়াজেদ জয়কে অপহরণ করে হত্যার ষড়যন্ত্রের অভিযোগে পুলিশ ২০১৫ সালের আগস্টে পল্টন থানায় সাধারণ ডায়েরি (জিডি) করে। পরে এটি মামলায় রূপান্তরিত হয়।

২০১৩ সালের ১১ এপ্রিল রাষ্ট্রদ্রোহের মামলায় গ্রেপ্তার হওয়ার পর থেকে মাহমুদুর রহমান কারাগারে আছেন।

Exit mobile version