Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

মা দিবস: কত দোকান তাঁর নামে ?

জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকম ডেস্ক :: বাসা থেকে বের হলে গলির মুখের সোজা যে দোকান, তার নাম ‘মা জেনারেল স্টোর’। আচ্ছা, এমন কোনো গলি পাওয়া যাবে, যেখানে ‘মা/জননী’ নামে দোকান নেই? ঘর থেকে বের হয়ে একটু খেয়াল করলেই দেখা

যাবে একটি-দুটি নয়, অনেক দোকানের সাইনবোর্ডই ‘মা’ শব্দ দিয়ে শুরু।
মোহাম্মদপুরের নবোদয় হাউজিং এলাকায় মোবাইল মেরামত ও বিক্রির একটি দোকানের সাইনবোর্ডে লেখা ‘মা টেলিকম’। দুই ভাই মিলে এ দোকান দিয়েছেন। কথা হয় ছোট ভাই কামাল হোসেনের সঙ্গে। মা টেলিকম কেন? প্রশ্ন শুনেই কিছুটা লাজুক ভঙ্গিতে বলেন, ‘সবাই তো দেয়।’ মা কি জানেন? নাহ্‌! তাঁকে জানানো হয়নি।
মায়ের নামে দোকান কেন? প্রশ্ন শুনলেই সবার চোখে-মুখে কৃতজ্ঞতার একটি হাসি ফুটে ওঠে। মোহাম্মদীয়া হাউজিং এলাকায় একটি দোকানের সামনে প্লাস্টিকের ফুলের মালা ঝুলছে। চকচক করছে দোকান। লাল রঙের সাইনবোর্ডে সাদা রঙে লেখা ‘মায়ের দোয়া হোটেল’। ভেতরে বসেছিলেন আব্দুর রব। দুই মালিকের একজন। দোকানের বয়স ১৮ দিন। নামের প্রসঙ্গ তুলতেই বলেন, ‘মালিক আমরা দুইজন, এই নামে হেয়ও রাজি হয়েছে, আমিও। মায়ের দোয়া তো আমাগো লগে সব সময়ই থাকে।’ তাঁর মা বেঁচে নেই। কিন্তু মায়ের দোয়াকে সঙ্গী করেই দোকান এগিয়ে যাবে বলে আশা করেন।

বাসা থেকে বের হলে গলির মুখের সোজা যে দোকান, তার নাম ‘মা জেনারেল স্টোর’। আচ্ছা, এমন কোনো গলি পাওয়া যাবে, যেখানে ‘মা/জননী’ নামে দোকান নেই? ঘর থেকে বের হয়ে একটু খেয়াল করলেই দেখা

যাবে একটি-দুটি নয়, অনেক দোকানের সাইনবোর্ডই ‘মা’ শব্দ দিয়ে শুরু।

মোহাম্মদপুরের নবোদয় হাউজিং এলাকায় মোবাইল মেরামত ও বিক্রির একটি দোকানের সাইনবোর্ডে লেখা ‘মা টেলিকম’। দুই ভাই মিলে এ দোকান দিয়েছেন। কথা হয় ছোট ভাই কামাল হোসেনের সঙ্গে। মা টেলিকম কেন? প্রশ্ন শুনেই কিছুটা লাজুক ভঙ্গিতে বলেন, ‘সবাই তো দেয়।’ মা কি জানেন? নাহ্‌! তাঁকে জানানো হয়নি।
ছবি: আবদুস সালাম ছবি: আবদুস সালাম
মায়ের নামে দোকান কেন? প্রশ্ন শুনলেই সবার চোখে-মুখে কৃতজ্ঞতার একটি হাসি ফুটে ওঠে। মোহাম্মদীয়া হাউজিং এলাকায় একটি দোকানের সামনে প্লাস্টিকের ফুলের মালা ঝুলছে। চকচক করছে দোকান। লাল রঙের সাইনবোর্ডে সাদা রঙে লেখা ‘মায়ের দোয়া হোটেল’। ভেতরে বসেছিলেন আব্দুর রব। দুই মালিকের একজন। দোকানের বয়স ১৮ দিন। নামের প্রসঙ্গ তুলতেই বলেন, ‘মালিক আমরা দুইজন, এই নামে হেয়ও রাজি হয়েছে, আমিও। মায়ের দোয়া তো আমাগো লগে সব সময়ই থাকে।’ তাঁর মা বেঁচে নেই। কিন্তু মায়ের দোয়াকে সঙ্গী করেই দোকান এগিয়ে যাবে বলে আশা করেন।
ছবি: আবদুস সালাম ছবি: আবদুস সালাম
‘মা-ই একমাত্র জাতি, যাঁদের মনে সন্তানের জন্য সব সময়ই দোয়া থাকে। দোকান তাঁরে উদ্দেশ্য করেই হইব।’ কলাবাগানের লেকসার্কাস রোডের ‘জননী স্টোর’-এর দোকানি আবু কালাম কথাগুলো বলছিলেন। মা এখন হাঁটাচলা করতে পারেন না। তাঁর সঙ্গেই থাকেন। তিনি আরও বলেন, ‘মা’র জন্য যা করি, তা কিছুই না। দোকান তো অছিলা।
’পশ্চিম ধানমন্ডির মা মেডিসিনে গিয়ে প্রসঙ্গটি তুলতেই দোকানি স্মিত একটি হাসি দিলেন। দোকানি মো. সালেহীন বলেন, ‘এই নাম সবচেয়ে বেশি চলে। দোকানের নাম ঠিক করতে গেলে “মা” শব্দটাই মনে আসে। আর এই নামের প্রতি মানুষেরও কিছুটা দুর্বলতা আছে। এই নাম দেখলে মানুষের মনে পজিটিভ চিন্তা হয়।’
মায়ের কথা চিন্তা করে অনেকে দোকানের নাম রাখলেও কেউ কেউ কিছু না ভেবেই দিয়েছেন। কিন্তু এ বিষয়টি নিয়ে প্রশ্ন করলেই তাঁরা ভাবনায় পড়ে যান। এমনই একজন মো. সোহেল। ধানমন্ডির মধুবাজারে তাঁর দোকানের নাম ‘মা টেইলার্স।’ তিনি বলেন, ‘দেওয়ার সময় তো চিন্তা করি নাই। আপনে জিগাইলেন, আসলেই বহু দোকানের এই নাম। মানুষ তো মারেই সবচেয়ে বেশি ভালোবাসে।’ সুত্র- প্রথম আলো।

Exit mobile version