Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

মিরপুর ইউপি নির্বাচন উপলক্ষে বিএনপির সভা অনুষ্ঠিত

সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার মিরপুর ইউনিয়ন পরিষদের নির্বাচন উপলক্ষে মিরপুর ইউনিয়ন বিএনপির উদ্যোগে এক সভা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল রোববার  সন্ধ্যায় ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুর নুরের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আকলুল করিমের পরিচালনায় অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন বিএনপি নেতা নেওয়ার খান, জুবেদ আলী লখন, সুনামগঞ্জ জেলা  সেচ্ছাসেবক দলের সদস্য ফয়ছল হোসেন, ফেরদৌস খান, খলিল উদ্দিন, সেবলু হোসেন, মাজহারুল মিয়া, সিলেট মহানগর ছাত্রদল নেতা সাইদুর রহমান, উপজেলা ছাত্রদল নেতা পারভেজ আহমদ তালুকদার প্রমুখ।
সভায় বক্তারা বলেন, বিএনপি দলীয়ভাবে নির্বাচনে যাবে কিনা তা এখনও চুড়ান্ত হয়নি। যদি দলীয় সিদ্ধান্ত আসে, তাহলে নের্তৃমূল নেতাকর্মীদের পছন্দের প্রার্থীকে দলীয় মনোনয়ন দেয়ার জন্য আহবান জানালো হয়। সভায় তিনজনের নাম প্রস্তাব করা হয়েছে।

মিরপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আকলুল করিম জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকমকেবলেন, বিএনপির দলীয়ভাবে নির্বাচনে অংশ নিলে নের্তৃমূল নেতাকর্মীদের মধ্যে পছন্দের প্রার্থীকে মনোনয়ন দেয়ার জন্য দাবি উঠেছে। মিরপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুর নূর, উপজেলা বিএনপি নেতা জুবেদ আলী লখন ও আমার নাম চেয়ারম্যানপদে প্রস্তাব করা হয়েছে।
জগন্নাথপুর উপজেলা বিএনপির সভাপতি আবু হোরায়রা ছাদ মাষ্টার জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকমকে বলেন, এখনও দলীয় সিদ্ধান্ত আসেনি। সিদ্ধান্ত এলে মাঠ যাচাই বাছাই করে প্রার্থী দেয়া হবে।

প্রসঙ্গত, সীমানা সংক্রান্ত আইনী জটিলতা উচ্চ আদালতের নিরসন হওয়ায় দীর্ধ ১৬ বছর পর মিরপুর ইউনিয়ন পরিষদের নির্বাচন আগামী ১৪ অক্টোবর অনুষ্ঠিত হবে। আগামী ১২ সেপ্টেম্বর মনোয়ন দাখিলের শেষ দিন।

Exit mobile version