Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

মিয়ানমারের বিরুদ্ধে মামলা করার আহবান ওআইসির

অর্গানাইজেশন অব ইসলামিক কো-অপারেশন (ওআইসি) রোহিঙ্গাদের নির্যাতনের অভিযোগে মিয়ানমারের বিরুদ্ধে ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিসে মামলা করতে গাম্বিয়ার প্রতি আহ্বান জানিয়েছে।

শনিবার সৌদি আরবের মক্কায় ওআইসি’র শীর্ষ সম্মেলনে এই আহ্বান জানানো হয়।

পরে সম্মেলনের চূড়ান্ত ঘোষণায় এ কথা উল্লেখ করা হয়।

ওআইসির সদস্যভূক্ত দেশগুলো এর আগে গাম্বিয়াকে প্রধান করে রোহিঙ্গা সমস্যা বিষয়ক একটি কমিটি গঠন করে এবং এবারের সম্মেলনে গাম্বিয়া তার রিপোর্ট পেশ করে। পরে দেশটিকে মামলা করার আহ্বান জানায় ওআইসি।

এর আগে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার বক্তব্যে রোহিঙ্গা সমস্যা সমাধানে সব দেশের সহায়তা কামনা করেন।

২০১৭ সালের ২৫ আগস্ট রোহিঙ্গাদের ওপর চরম নির্যাতন শুরু করে মিয়ানমারের সামরিক বাহিনী। তারা হাজার হাজার রোহিঙ্গাকে হত্যা করে এবং বাড়িঘর জ্বালিয়ে দেয়। ওই ঘটনার পর এখন পর্যন্ত সাত লাখেরও বেশি রোহিঙ্গা প্রাণ বাঁচাতে বাংলাদেশে পালিয়ে এসেছেন।

ওআইসি সম্মেলনের চূড়ান্ত ঘোষণায় মিয়ানমারে মানবাধিকার লঙ্ঘনের আন্তর্জাতিক, স্বাধীন ও স্বচ্ছ তদন্তের প্রতি জোর দেওয়া হয়েছে এবং যারা এই জঘন্য অপরাধ করেছে তাদের দায়বদ্ধতা নিশ্চিতের প্রতিও জোর দেওয়া হয়।

গাম্বিয়ার নেতৃত্বে গঠিত কমিটিকে পূর্ণ সমর্থন দিয়ে ঘোষণায় রোহিঙ্গাদের নাগরিকত্ব দিতে এবং রোহিঙ্গাদের পূর্ণ অধিকার নিশ্চিত করতে মিয়ানমারকে দ্রুত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানানো হয়।

Exit mobile version