Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

মিয়ানমারের সঙ্গে বাণিজ্য সম্পর্ক ছিন্ন করলো মালদ্বীপ

জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকম ডেস্ক ::
রোহিঙ্গাদের ওপর চলমান নির্যাতনের ঘটনায় মিয়ানমারের সঙ্গে সকল প্রকার অর্থনৈতিক সম্পর্ক ছিন্ন করেছে মালদ্বীপ। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় সরকারের এ সিদ্ধান্তের বিষয়টি নিশ্চিত করেছে। রোববার রাতে মন্ত্রণালয়ের ইস্যু করা এ সংক্রান্ত এক বিবৃতিতে, রোহিঙ্গাদের রক্তপাত বন্ধে আন্তর্জাতিক মহলের তরফে দ্রুত পদক্ষেপ নেয়ার আহ্বান জানানো হয়। রোহিঙ্গাদের বিরুদ্ধ নিয়মতান্ত্রিকভাবে নিপিড়ন চালানো হচ্ছে উল্লেখ করে বিবৃতিতে বলা হয়, ‘রোহিঙ্গা মুসলিমদের বিরুদ্ধে হওয়া নৃশংসতা বন্ধে মিয়ানমার সরকার পদক্ষেপ না নেয়া পর্যন্ত মালদ্বীপ সরকার মিয়ানমারের সঙ্গে সকল প্রকার বাণিজ্য সম্পর্ক ছিন্ন করার সিদ্ধান্ত নিয়েছে।’
বিবৃতিতে দেশটি মিয়ানমারে রোহিঙ্গা মুসলিমদের বিরুদ্ধে হওয়া গর্হিত মানবাধিকার লঙ্ঘনের বিষয়টি খতিয়ে দেখতে জাতিসংঘ মহাসচিব এবং জাতিসংঘ মানবাধিকার কাউন্সিলের প্রতি অনুরোধ জানায়।

Exit mobile version