Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

‘মিয়ানমার অভিমূখী’ লংমার্চ ‘পুলিশের বাধা’

জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকম ডেস্ক :: মিয়ানমারে রোহিঙ্গা মুসলিমদের ওপর গণহত্যা বন্ধে ইসলামী আন্দোলন বাংলাদেশের ‘মিয়ানমার অভিমুখে; লং মার্চ পুলিশের বাধায় স্থগিত করা হয়েছে। সংগঠনের আমীর পীর সাহেব চরমোনাই’র নেতৃত্বে এ লংমার্চ সিলেট থেকে মিয়ানমার অভিমুখে যাবে বলে জানিয়েছিলেন আয়োজকরা।
লংমার্চের জন্য রোববার সকালে নগরীর ধোপাদিঘিরপাড়স্থ শিশুি পার্কের সামনে জড়ো হলে পুলিশ বাধা দেয় বলে জানান আয়োজকরা।

আয়োজকরা জানান, পুলিশী বাধার প্রতিবাদে ইসলামী আন্দোলন বাংলাদেশের লংমার্চমুখী নেতৃবৃন্দ তাৎক্ষণিক বিক্ষোভ প্রদর্শন করা হয়। সিলেট নগরীর শিশু পার্কের সম্মুখ থেকে বিক্ষোভ মিছিল বের করে নগরীর কোর্ট পয়েন্টে এসে এক প্রতিবাদ সমাবেশের আয়োজন করেন তারা।

সমাবেশে বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন সিলেট মহানগর সভাপতি মুফতি মু. ফখর উদ্দিন ও মহানগর সেক্রেটারী ডা. রিয়াজুল ইসলাম রিয়াজ।

বিক্ষোভ সমাবেশে নেতৃবৃন্দ বলেন, এ সরকার ইসলামের দোহাই দিয়ে ক্ষমতায় এসে একের পর এক ইসলাম বিরোধী কার্যকলাপ চালিয়ে যাচ্ছে। মিয়ানমারে মুসলিম গণহত্যা বন্ধের দাবিতে দল-মত নির্বিশেষে ধর্মপ্রাণ মুসলমানগণ ঐক্যবদ্ধভাবে লংমার্চে যাওয়ার প্রস্তুতিকালে প্রশাসনের বাধা সরকারের ইসলাম ও মানবতা বিরোধী কার্যকলাপের বহিঃপ্রকাশ। তাই পীর সাহেব চরমোনাই’র যে কোন নির্দেশ বাস্তবায়নের জন্য সিলেটের ধর্মপ্রাণ মুসলমানগণ প্রয়োজনে রক্ত দেবে, শহীদ হবে, তবুও রাজপথ ছাড়বে না।

সমাবেশে আরো উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন সিলেট এর জেলা সভাপতি নজির আহমদ, ইসলামী যুব আন্দোলন এর জেলা আহবায়ক মাওলানা নজির হোসেন, ইসলামী শ্রমিক আন্দোলন এর জেলা সেক্রেটারী হেলাল আহমদ, ইশা ছাত্র আন্দোলন এর জেলা সভাপতি মু. সোহেল আহমদসহ জেলা ও মহানগর নেতৃবৃন্দ।

Exit mobile version