Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

মুক্তিযুদ্ধের চেতনাকে জাগ্রত রাখতে তরুণদের কাজ করার আহ্বান জানিয়েছেন যুদ্ধাহত মুক্তিযোদ্ধা আব্দুল হক

স্টাফ রিপোর্টার : সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার যুদ্ধাহত মুক্তিযোদ্ধা আব্দুল হক মুক্তিযুদ্ধের চেতনাকে জাগ্রত রাখতে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে মুক্তিযুদ্ধের পক্ষের শক্তিকে বিজয়ী করার আহ্বান জানান। তিনি জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকম এর সঙ্গে এক সাক্ষাৎকারে এ আশাবাদ ব্যক্ত করে বলেন.দেশ আজ দুই ধারায় বিভক্ত। একপক্ষে মুক্তিযুদ্ধের চেতনা ও অন্যপক্ষে মুক্তিযুদ্ধ বিরোধীদের পুর্ণবাসনের পায়তারা। তাই দেশের এই ক্রান্তিলগ্নে সকল দেশপ্রেমিক মুক্তিযোদ্ধা,মুক্তিযোদ্ধার সন্তান ও তরুণ প্রজন্মকে মুক্তিযুদ্ধের চেতনা সুমন্নত রাখতে মুক্তিযুদ্ধের পক্ষের শক্তিকে বিজয়ী করার আহ্বান জানান। ১৯৪৯ সালে উপজেলার চিলাউড়া-হলদিপুর ইউনিয়নের ভুরাখালি গ্রামের এক সম্রান্ত মুসলিম পরিবারে আজর উল্যা ও আয়মনা বিবি দম্পত্তির ঘরে জন্মা নেয়া এই বীর মুক্তিযোদ্ধা জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আহ্বানে সাড়া দিয়ে ১৯৭০ সালের ৪ এপ্রিল বালাট হয়ে মেঘালয় প্রদেশের ই,কে ওয়ান ক্যাম্পে ৩নং গ্রপে যোগদান করে ২৯ দিন ট্রেনিং করে ৪নং বালাট সেক্টেরের অধীনে ৩নং সাব সেক্টর ছেলার অধীনে মুক্তিযুদ্ধে অংশ নেন। তিনি কোম্পানী কমান্ডার মোঃ ইদ্রিছ আলী, প্লাটন কমান্ডার এম এ হারিছ আলীর সাথে সহকারী কমান্ডার হিসেবে তিনি দায়িত্ব পালন করেন। মুক্তিযোদ্ধা আবদুল হক বলেন,৭০ সালের ১৪ আগষ্ট পাক বাহিনীর সাথে আমাদের সন্মখযুদ্ধে একসহকর্মী মারা যান। এবং আমি গুলিবিদ্ধ হয়ে আহত হই। দেশ স্বাধীনের পর তিনি বাড়ী ফিরে আসেন। বর্তমানে তিনি মুক্তিযুদ্ধেরে চেতনাকে জাগ্রত রাখতে সক্রিয়ভাবে কাজ করছেন। যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা আবদুল উদ্বেগ প্রকাশ করে বলেন,মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি হিসেবে পরিচিত গুটি কয়েক ব্যক্তি তাদের স্বাথে মুক্তিযুদ্ধের বিরোধীকারীদের রক্ষায় মাঠে নামায় এবার মুক্তিযুদ্ধের চেতনা হুমকির মধ্যে পড়েছে। তাই মুক্তিযুদ্ধের চেতনাকে সমুন্নত রাখতে সকল দেশ প্রেমিক নাগরিক,মুক্তিযুদ্ধার সন্তান,মুক্তিযুদ্ধা ও তরুণ প্রজন্মকে মুক্তিযুদ্ধের চেতনা জাগ্রত রাখতে কাজ করার আহ্বান জানান।িস

Exit mobile version