Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

মুসলমানদের ঘৃনা করতে শিখানো হচ্ছে মিয়ানমারের স্কুলে

জগন্নাথপুর২৪ ডেস্ক::
মিয়ানমারের বিদ্যালয়ের পাঠ্যবইগুলোতে মুসলিমসহ সঙ্কর জাতির মানুষকে ঘৃণা করতে শেখানো হচ্ছে। মঙ্গলবার জাতিসংঘ প্রকাশিত প্রতিবেদনে এমন তথ্য উঠে এসেছে বলে জানান মিয়ানমারের মানবাধিকার তদন্তে জাতিসংঘে নিযুক্ত বিশেষ দূত ইয়াং হি লি।

প্রতিবেদনে জাতিসংঘের শীর্ষ এ কর্মকর্তা অভিযোগ করেন, মিয়ানমার পাঠ্যবইয়ের মাধ্যমে ঘৃণাবাদী মন্তব্যকে প্রাতিষ্ঠানিক রূপ দিয়েছে।

জাতিসংঘে নিযুক্ত বিশেষ দূত ইয়ং হি লি বলেন, ‘মিয়ানমারে দশকের পর দশক ধরে মানবাধিকার লঙ্ঘিত হচ্ছে। রোহিঙ্গারা নির্যাতনের শিকার। আন্তর্জাতিক সম্প্রদায় তবুও নিষ্ক্রিয়। ব্যবস্থা গ্রহণে বিলম্ব হতে থাকলে বৈষম্য বাড়বেই। ’

মিয়ানমারে ঘৃণার ব্যবহার শুধু পাঠ্যবইতেই নয়, এর বিস্তার সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতেও ছড়িয়ে পড়েছে। এতে দেশটিতে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট হচ্ছে। ভবিষ্যৎ প্রজন্মও মুসলিমবিরোধী হয়ে উঠছে। এর পেছনে সরকার ও সেনাবাহিনী মদদ দিচ্ছে, যা প্রতিরোধে কার্যকরী ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছে সংস্থাটি।

Exit mobile version