Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

মৃত্যুর যন্ত্রণা থেকে রক্ষা করবে যে দুয়া

জাকারিয়া হারুন : মৃত্যু মানুষের জীবনে সবচেয়ে ভয়াবহ বাস্তবতা। প্রাণশীল প্রত্যেক প্রাণীকেই মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হবে। নির্দিষ্ট সময়ে মৃত্যু এসে উপস্থিত হবে। নির্দিষ্ট সময়ের বাইরে এক সেকেন্ড সময়ও পাবে না কেউ। প্রিয়নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাই তাঁর উম্মতকে শিখেয়ে গেছেন মৃত্যুর যন্ত্রণা থেকে বাঁচার উপায়। নিচের হাদিসে উল্লেখ করা হলো

اللَّهُمَّ إِنِّي أَعُوذُ بِكَ مِنَ الْعَجْزِ وَالْكَسَلِ، وَالْجُبْنِ وَالْهَرَمِ، وَأَعُوذُ بِكَ مِنْ عَذَابِ الْقَبْرِ، وَأَعُوذُ بِكَ مِنْ فِتْنَةِ الْمَحْيَا وَالْمَمَاتِ‏‏.

আনাস ইবনু মালিক (রা.) থেকে বর্ণিত, প্রিয়নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রায়ই বলতেন, হে আল্লাহ্! নিশ্চয়ই আমি আপনার আশ্রয় প্রার্থনা করছি অক্ষমতা, অলসতা, কাপুরুষতা এবং অত্যধিক বার্ধক্য থেকে। আরও আশ্রয় প্রার্থনা করছি, কবরের আজাব হতে। আর আশ্রয় প্রার্থনা করছি জীবন ও মৃত্যুর ফিতনা হতে। (সহিহ বুখারি : ইসলামিক ফাউন্ডেশন- ৫৮১৪)

Exit mobile version