Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

মেঘারকান্দি গোপাল জিউর আখড়ায় সেবায়েত গোপাল কৃষ্ণ বৈষ্ণব এর প্রয়াণে শোক প্রকাশ

স্টাফ রিপোর্টার- সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার রানীগঞ্জ ইউনিয়নের গোপাল জিউর আখড়ায় সেবায়েত গোপাল কৃষ্ণ বৈষ্ণব (গোপাল  ঠাকুরের) মৃত্যুতে শোক প্রকাশ করেছেন জগন্নাথপুর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান বিজন কুমার দেব, উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি প্রনয় কান্তি সূত্রধর খোকন,সাধারণ সম্পাদক সুধাংশু শেখর রায় বাচ্ছু,উপজেলা পূজা উদযাপন পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি সতীশ গোস্বামী,সাংগঠনিক সম্পাদক সাংবাদিক অমিত দেব, পৌর পূজা উদযাপন পরিষদের সভাপতি প্রদীপ সূত্রধর সাধারণ সম্পাদক হীরা মোহন দেব, হিন্দু কমিউনিটি নেতা পিষূষ রায় কালা,জয়দ্বীপ সূত্রধর বীরেন্দ্র, বিভাস দে,শশী কান্ত গোপ, কাজল বণিক, অরূপ সরকার,মাধ্যমিক শিক্ষা কার্যালয় হবিগঞ্জের একাডেমিক সুপারভাইজার সম্পদ কান্তি দাশ,শিক্ষক রিংকু দাস,মেঘারকান্দি গ্রামের কমিউনিটি নেতা প্রমথেশ দাশ,মাখন দাশ,অমর দাশ,ক্ষীরোদ দাশ,মহানন্দ দাশ,কমলা দাশ,পলাশ দাশ,অন্নদা দাশ,হীরেন্দ্র দাশ,জীতেশ দাশ,গোপাল জিউর আখড়া উন্নয়ন ও পরিচালনা কমিটির সভাপতি সুবল দাশ,সাধারণ সম্পাদক রাসেন্দ্র দাশ,কোষাধ্যক্ষ কংকন দাশ, সদস্য ভৈরব দাশ,কালাচাঁদ দাশ,সবিত দাশ,বিশ্বকল্যান মিত্র প্রমুখ শোক প্রকাশকারীরা তাঁর আত্মার শান্তি কামনা করে সনাতন ধর্মের সেবায় তাঁর আত্মনিবেদন কৃতজ্ঞ চিত্তে স্মরণ করেন। উল্লেখ্য ২০ এপ্রিল ৮৫ বছর বয়সে তিনি তাঁর স্মৃতি বিজড়িত গোপাল জিউড় আখড়ায় দেহত্যাগ করেন। প্রসঙ্গত ২ বছর বয়সে মা বাবা হারান গোপাল ঠাকুর।মেঘারকান্দি গোপাল জিউর আখড়ায় তাহার পিসি মায়ের কাছে বড় হন।১০ বছর বয়সে বৈষ্ণব দীক্ষা নেন,৩০ বছর বয়সে গ্রামবাসী যখন তাহাকে মহন্ত টিকা দিবেন ঠিক ঐ সময় রাধাভাবে বিভোর গোপাল ঠাকুর আখড়া হতে নিরুদ্দেশ হয়ে যান।প্রায় ২৪ বছর পর পুনরায় আখড়ায় ফিরে আসেন তবে স্বাভাবিক অবস্থায় নয়,পাগল সন্ন্যাসী বেশে রাস্থায় রাস্তায় ঘুরে বেড়িয়েছেন দীর্ঘ ১০ থেকে ১৫ বছর। যখন থেকে তাহার অলৌকিক শক্তি প্রকাশ পেলো তখন থেকেই তাহার ভক্ত বৃন্দ, শিষ্য সামন্ত বাড়তে শুরু করলো। সংসার ত্যাগী যোগী পুরুষ গোপাল ঠাকুর এক নির্মোহ জীবন যাপন করেছেন।

Exit mobile version