Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

মেসির রেকর্ড গোলে কোপার ফাইনালে আর্জেন্টিনা

জগন্নাথপুর টুয়েন্টিফোর স্পোর্র্টস ডেস্ক:; কোপা আমেরিকার এ আসরেই লিওনেল মেসির রেকর্ডটা হোক এটাই চেয়েছিলেন কোচ জেরার্দো মার্তিনো। কোটি কোটি ভক্তেরও চাওয়া ছিল এটি। হতাশ করেননি আর্জেন্টিনা অধিনায়ক। মেসির রেকর্ডের দিনে স্বাগতিক যুক্তরাষ্ট্রকে ৪-০ গোলে হারিয়ে কোপা আমেরিকার ফাইনালে উঠেছে জেরার্দো মার্তিনোর দল।

যুক্তরাষ্ট্রের বিপক্ষে সেমি-ফাইনালে ফ্রি-কিক থেকে দুর্দান্ত এক গোলে দেশের হয়ে সর্বোচ্চ গোলদাতা হয়েছেন বার্সেলোনার এই তারকা ফরোয়ার্ড। আর্জেন্টিনার হয়ে মেসির গোল হলো ৫৫টি। গাব্রিয়েল বাতিস্তুতাকে ছাড়িয়ে বার্সেলোনার ফরোয়ার্ডই এখন দেশের হয়ে সর্বোচ্চ গোলদাতা।

খেলা শুরু হওয়ার আগে মেসিকে এক ভক্তের শ্রদ্ধা
হিউস্টনের এনআরজি স্টেডিয়ামে লাভেস্সির প্রথম গোলে অবদান রাখার পর প্র্রথমার্ধের ৩২তম মিনিটে রেকর্ড গড়া গোলটি করেন মেসি।

ডি-বক্সের খানিকটা বাইরে মেসিকে ফাউল করে বিপদ ডেকে আনেন ক্রিস ওন্ডোলোভস্কি। ফ্রি-কিক নেয়ার আগে বুটের ফিতা সময় নিয়ে বাঁধলেন মেসি। তারপর নিলেন বাঁ পায়ের বাঁকানো এক শট। বল ডান কোণের ক্রসবার ঘেঁসে ঢুকলো জালে।

১১২ ম্যাচ খেলে এই রেকর্ড গড়লেন মেসি। বাতিস্তুতা ৫৪ গোল করেছিলেন ৭৮ ম্যাচ খেলে। আর কারও ৫০ গোলও নেই। এমনকি ফুটবল কিংবদন্তী ম্যারাডোনার রেকর্ডেও এত গোল নেই!
প্রসঙ্গত, ২০১৪ সালের বিশ্বকাপ, ২০১৫ সালের কোপা আমেরিকার পর এ বছরের বিশেষ কোপার ফাইনালেও উঠল আর্জেন্টিনা। ফাইনালে মেসিদের প্রতিপক্ষ হবে চিলি অথবা কলম্বিয়া।

কে হবে ফাইনাল প্রতিপক্ষ তা জানতে আগামীকাল পর্যন্ত অপেক্ষা করতে হবে।

Exit mobile version