Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

মোদীর সঙ্গে ইতিবাচক আলোচনা হয়েছে : প্রধানমন্ত্রী

জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকম :: প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে ইতিবাচক আলোচনা হয়েছে। শনিবার সন্ধ্যায় প্রধানমন্ত্রীর কার্যালয়ে মোদির সঙ্গে বৈঠক শেষে এক যৌথ সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
শেখ হাসিনা বলেন, কানেকটিভিটি শুধু দুদেশের জন্যই নয়, অঞ্চলের জন্যও গুরুত্বপূর্ণ। স্থল সীমান্ত চুক্তি অনুসমর্থনের দলিল বিনিময়ের ফলে ৬৮ বছরের মানবিক সমস্যা সমাধান হওয়ায় আমরা আনন্দিত।
তিনি জানান, দুদেশের মধ্যে ৭টি যৌথ প্রকল্পের ফলক উন্মোচন, ২২টি চুক্তি ও এমওইউ সই হয়েছে।
প্রধানমন্ত্রী বলেন, বিনিয়োগের মাধ্যমে বাংলাদেশকে সহযোগিতা করবে ভারত।
এর আগে বিকাল ৪টার দিকে মোদির সঙ্গে একান্ত বৈঠকে বসেন শেখ হাসিনা। বৈঠক চলে পৌণে ৬টা পর্যন্ত। বৈঠকের আগে দুদেশের প্রধানমন্ত্রীর উপস্থিতিতে বাংলাদেশ-ভারতের মধ্যে স্থল সীমান্ত চুক্তি বাস্তবায়নের প্রটোকল স্বাক্ষর এবং সম্মতিপত্র বিনিময় করা হয়।
প্রধানমন্ত্রীর কার্যালয়ে পররাষ্ট্র সচিব মো. শহিদুল হক এবং ভারতের পররাষ্ট্র সচিব সুব্রামানিয়াম জয়শঙ্কর এ স্বাক্ষর করেন। এ দলিল বিনিময়ের ফলে চার দশক আগের মুজিব-ইন্দিরা স্থল সীমানা চুক্তি বাস্তবায়নের প্রক্রিয়া শুরু হলো।
এদিকে শেখ হাসিনার সঙ্গে বৈঠক শেষে হোটেল র্যাডিসনে ফিরে গেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়।
শনিবার বিকাল পৌণে ৪টার দিকে বৈঠকে অংশ নিতে প্রধানমন্ত্রীর কার্যালয়ে উপস্থিত হন নরেন্দ্র মোদি ও মমতা বন্দোপাধ্যায়। সেখানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাদেরকে স্বাগত জানান।

Exit mobile version