Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

মোবাইলে কথা বললেই নারীদের জরিমানা ২১,০০০ টাকা!

জগন্নাথপুর টুয়েন্টিফোর ডেস্ক :: নারীদের জন্য অদ্ভুত এক ফতোয়া জারি করল ভারতের উত্তরপ্রদেশের পঞ্চায়েত। মোবাইলে কথা বললে দিতে হবে ২১০০০ টাকা। অর্থাৎ মেয়েরা যদি রাস্তায় হাঁটতে হাঁটতে মোবাইলে কথা বলে তাহলে তাদের ২১০০০ টাকা জরিমানা দিতে হবে বলে ঘোষণা করা হয়েছে।

উত্তরপ্রদেশের মথুরায় মাদোরা গ্রামের পঞ্চায়েত এই ফতোয়া জারি করেছে। নারীদের ওপর আক্রমনের ঘটনা কমাতেই এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানানো হয়েছে। জরিমানা ছাড়া আর কি শাস্তি দেওয়া হবে তা এখনও ঠিক করা হয়নি।

উল্লেখ্য, এর আগে মেয়েদের জিনস পরার উপর ফতোয়া জারি করতে দেখা গেছে বিহারের গ্রাম পঞ্চায়েতকে৷ তাদের দাবি, মোবাইল ও জিনসই মেয়েদের বিপথে নিয়ে যাচ্ছে৷ সংস্কার ভুলে উচ্ছন্নে যাচ্ছে তারা৷

Exit mobile version