Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

মোম জ্বালিয়ে দুই ভাইয়ের ঘুম, পুড়ে মৃত্যু

জগন্নাথপুর টুয়েন্টিফোর ডেস্ক ::রাজধানীর উপকণ্ঠ সাভারে একটি বস্তিঘরে মোম জ্বালিয়ে ঘুমিয়ে পড়া দুই পথশিশু আগুন পুড়ে নিহত হয়েছে।
জাহিদ (১৩) ও নাহিদ (৬) নামে শিশু দুটি সহোদর। মায়ের সঙ্গে তারা সাভারের হেমায়েতপুরের তেঁতুলঝোড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশের বস্তিতে থাকত।
শনিবার গভীর রাতে আগুনে পুড়ে মারা যায় তারা। এ সময় তাদের মা জোবেদা বেগম বাইরে ছিলেন।
ফায়ার সার্ভিস জানায়, একপর্যায়ে মোমবাতির আগুনে ঘরটি পুড়ে গেলে শিশু দুটির মৃত্যু হয়।
খবর পেয়ে সাভার ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে এনে দুই শিশুর লাশ উদ্ধার করে।
পরে সাভার মডেল থানা পুলিশ খবর পেয়ে দুই শিশুর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।
শিশু দুটির মর্মান্তিক মৃত্যুতে ওই এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। তাদের বাড়ি নওগাঁ জেলার রানীনগর থানার ত্রিমোহনী গ্রামে।
সাভার মডেল থানার এসআই অপূর্ব দাস জানান, বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।
যুগান্তর

Exit mobile version