Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

মৌলভীবাজারে ওয়াকার ফাউন্ডেশন”র উদ্যোগে বন্যার্তদের মধ্যে ত্রান বিতরণ

ওয়াকার ফাউন্ডেশন বাংলাদেশ-এর পক্ষে মৌলভীবাজার জেলার কামালপুর খেয়ঘাট এলাকায় বন্যায় ক্ষতিগ্রস্তদের মধ্যে ১৭ জুলাই মঙ্গলবার দুপুরে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়।
ওয়াকার ফাউন্ডেশন বাংলাদেশ-এর সহ সভাপতি আল আমিন আহমদ নাঈমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ছাইদুর রহমান রকির পরিচালানায় অসহায় বন্যার্তদের মধ্যে ত্রাণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক সাকিবুল হাসান রাজিব। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তরুণ সমাজসেবক মিসবাউল হোসেন রিপন, স্থানীয় ইউ.পি সদস্য মোঃ আশিক আহমেদ, সোনালী ব্যাংক কামালপুর শাখার ম্যানাজার মিজানুল হক মৃধা। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলা ছাত্রলীগের সিনিয়র ছাত্রনেতা আকির হোসেন, মৌলভীবাজার সাধুহাটি আব্দুল বারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষিকা ও ফাউন্ডেশনের নির্বাহী সদস্য মনীষা মমতাজ জুঁই, সেইভ দ্যা ন্যাচার অফ বাংলাদেশ মৌলভীবাজার সদর উপজেলা শাখার সাধারণ সম্পাদক আবির হোসেন ইসতিয়াক, ফাউন্ডেশনের সিনিয়র সহ সভাপতি ফাতেমা আক্তার, সহ সভাপতি লাকি আক্তার, সাংগঠনিক সম্পাদক ফখরুল ইসলাম, প্রচার সম্পাদক আলী হোসাইন, অর্থ সম্পাদক রূপন আহমদ, নির্বাহী সদস্য খাদিজা আক্তার খাদিজা প্রমুখ।
ত্রাণ বিতরণকালে বক্তারা বলেন, উজান থেকে নেমে আসা পানির ঢলে মৌলভীবাজার জেলার অধিকাংশ অঞ্চল প্লাবিত হয়ে প্রকট বন্যা দেখা দিয়েছে। ফলে এসব অঞ্চলে ক্ষতিগ্রস্ত কয়েক লক্ষ মানুষ মানবেতর জীবনযাপন করছেন। তাই ওয়াকার ফাউন্ডেশন বাংলাদেশ আর্ত মানবতার সেবায় আন্তরিক। বন্যা কবলিতসহ অসহায়-দুস্থ মানুষের জন্য এ ফাউন্ডেশন কাজ করে যাচ্ছে।
প্রেস বিক্ষপ্তি

Exit mobile version