Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

মৌলভীবাজারে মৃত ব্যক্তি করোনায় আক্রান্ত ছিলেন

জগন্নাথপুর২৪ ডেস্ক::
মৌলভীবাজারের রাজনগরে মারা যাওয়া ব্যক্তি করোনাভাইরাসে আক্রান্ত ছিলেন।

আজ রোববার বিষয়টি নিশ্চিত করেছেন মৌলভীবাজারের সিভিল সার্জন ডা. তৌহিদ আহমদ।

সিভিল সার্জন বলেন, ঢাকা থেকে টেলিফোনে আমাদের নিশ্চিত করা হয়েছে রাজনগরে মারা যাওয়া ব্যক্তি করোনা পজিটিভ ছিলেন। ফলে এই প্রথম মৌলভীবাজার জেলায় করোনা পজিটিভি শনাক্ত হলো।

সেঞ্চু মিয়া (৪০) নামের ওই ব্যক্তি গতকাল শনিবার (৪ এপ্রিল) রাজনগরের টেংরাবাজার ইউনিয়নের ভাঙ্গারহাট গ্রামে করোনার উপসর্গ নিয়ে মারা যান। তিনি মুদি দোকানদার ছিলেন।
মৃত ব্যক্তির সাম্প্রতিক সময়ে কোনো প্রবাসীর সংস্পর্শে যাওয়ার ইতিহাস নেই জানিয়ে মৌলভীবাজারের সিভিল সার্জন বলেন, তিনি কমিউনিটি ট্রান্সমিশনে আক্রান্ত হতে পারেন বলে ধারণা করা হচ্ছে।

এদিকে মৃত সেঞ্চু মিয়ার নমুনার প্রতিবেদন পজিটিভ এসেছে বলে নিশ্চিত করেছেন রাজনগর উপজেলার ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা (ইউএনও) উর্মী রায়।

এছাড়া বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন রাজনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসিম ও টেংরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান টিপু খাঁন।

Exit mobile version