Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

মৌলভীবাজারে সিনহা-বঙ্গবন্ধু দেশ স্বাধীন করেছিলেন বলেই প্রধান বিচারপতি হতে পেরেছি

জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকম ডেস্ক ::
প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা বলেছেন- জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশ স্বাধীন করেছিলেন বলেই আমি প্রধান বিচারপতি হতে পেরেছি। বঙ্গবন্ধু বাংলাদেশ স্বাধীন করে দিয়েছিলেন বলেই দেশের ৬৪ জেলায় উকিলবার স্থাপন করা হয়েছে।

তিনি বৃহস্পতিবার সকাল ১১টায় মৌলভীবাজার পৌর জনমিলন কেন্দ্রে জেলা আইনজীবী সমিতির আয়োজনে আইনজীবী সমিতির ১নং বার ভবনের ভিত্তিপ্রস্থর স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।

মৌলভীবাজার জেলা আইনজীবী সমিতির সভাপতি এডভোকেট রনজিৎ কুমার ঘোষ এর সভাপতিত্বে অনুষ্ঠানে তিনি আরো বলেন- আমাদের আরোও লেখাপড়া করতে হবে। প্রতি বছর উচ্চ শিক্ষার জন্য দেশ থেকে কয়েক হাজার মেধাবী ছেলে-মেয়ে বিদেশে গিয়ে উচ্চ শিক্ষা নিচ্ছে। পরবর্তিতে সেখানে তারা মেধার স্বাক্ষর বহন করে চাকুরি ও নাগরিকত্ব গ্রহণ করে আর দেশে ফিরছে না। এ মেধা পাচার নিয়ে এখনি আমাদের ভাবতে হবে ও এটা বন্ধ করতে হবে। এছাড়া পৃথিবীর অর্থনীতির উন্নয়নের সাথে সাথে আইনের পরিবর্তন হচ্ছে। এ সময় তিনি বাংলাদেশের আইনকে আধুনিক ও যুগোপযোগী করতে সরকারকে অনুরোধ জানান।

তিনি আরো বলেন- সাইবার ক্রাইম করে বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ থেকে কোটি কোটি টাকা বিদেশে পাচার হয়েছে। আমি প্রধান বিচারপতি, আমারও সাইবার ক্রাইম বিষয়ে শিক্ষা নেই। আমাদের আইনজীবীদের সাইবার ক্রাইম ‘ল’ বিষয়ে লেখাপড়া নেই। তাই সাইবার ক্রাইম ‘ল’ বিষয়ে আমাদের পড়তে হবে।

প্রধান বিচারপতি বলেন, ধনী ব্যক্তিরা এলাকায় মাদ্রাসা এবং মক্তব প্রতিষ্ঠা করতেন। পৃথিবীর উন্নত দেশে ধনী ব্যক্তিরা অক্সপোর্ড, কেমব্রিজ বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেছেন। আমাদের ধনী ব্যক্তিদেরও বেশি করে পাবলিক বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করার জন্য এগিয়ে আসতে হবে।
সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- মৌলভীবাজার জেলা দায়রা জজ মো. আবু তাহের, জেলা প্রশাসক মো. তোফায়েল ইসলাম ও চীফ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট এজি এম আল মাসুদ।

বক্তব্য রাখেন- এডভোকেট মুজিবুর রহমান মুজিব, এডভোকেট সমর কান্তি দাশ চৌধুরী ও এডভোকেট মিজানুর রহমান প্রমুখ।

Exit mobile version