Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

যানবাহনে পুলিশ,সাংবাদিক, আইনজীবিসহ বিভিন্ন পেশার নামে স্টিকার লাগালে কঠোর ব্যবস্থা

স্টাফ রিপোর্টার:: যানবাহনে পুলিশ, সাংবাদিক, আইনজীবীসহ বিভিন্ন পেশার নাম উল্লেখ করে ‘আলগা স্টিকার’ ব্যবহার করা যাবে না। ব্যবহার করলে স্টিকার ব্যবহারকারী গাড়ির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন ঢাকার পুলিশ কমিশনার আছাদুজ্জামান মিয়া।

আজ বুধবার ঢাকা মহানগর পুলিশের গণমাধ্যম কার্যালয়ে এক ব্রিফিংয়ে তিনি বলেন, বিভিন্ন গাড়িতে আলগা স্টিকার লাগানো থাকে। পুলিশ, সাংবাদিক, আইনজীবী… এটা কেন? রাস্তায় আমরা সবাই ট্রাফিক আইন মেনে চলব। এই আলাদা স্টিকার লাগানোর কোনো প্রয়োজন নেই।

তিনি বলেন, পুলিশ লেখা স্টিকার লাগিয়ে যদি গাড়ি চলে, দেখা গেল যে ৯৯টা পুলিশের গাড়িতে স্টিকার লাগানো আছে, কিন্তু একজন সন্ত্রাসী সেই সুযোগ নিয়ে তার গাড়িতে পুলিশের স্টিকার লাগিয়ে তল্লাসির বাইরে থেকে অপরাধ সংঘটিত করছে। চুরি, ডাকাতি, ছিনতাই, রাহাজানি, জঙ্গি, বোমাবাজি, অস্ত্রবাজির মত ঘটনাও ঘটাতে পারে।

কোনো সাংবাদিক দায়িত্ব পালনকালে, গাড়ি নিয়ে অফিশিয়াল কাজে যাওয়ার সময় প্রতিষ্ঠানের নামাঙ্কিত গাড়ি- যেমন …চ্যানেল….সেটিতে সমস্যা নেই, যেহেতু গাড়িতে প্রতিষ্ঠানের নামাঙ্কিত রয়েছে। আমরা বলছি, ‘আলগা’ স্টিকার… যেটি সন্ত্রাসীরা খুব সহজেই পুলিশের, সাংবাদিকের পরিচয়, আইনজীবীর পরিচয় দিয়ে যেন অপরাধ করতে না পারে।”

তিনি বলেন, পুলিশের সব ধরনের যানবাহনসহ পুলিশ সদস্যদের ব্যবহৃত ব্যক্তিগত গাড়িতে ‘পুলিশ’ বা ‘ডিএমপি’ লেখা স্টিকার ব্যবহার না করার জন্য ইতিমধ্যে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। এ ধরনের স্টিকার ব্যবহারকারী গাড়ির বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। সাংবাদিকসহ বিভিন্ন পেশার লোকজনকে নিজ নিজ প্রতিষ্ঠানের নাম যানবাহনের ওপর লিখে চলাচলের পরামর্শ দেন তিনি।

Exit mobile version