Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

যুক্তরাজ্যের কার্ডিফ স্কুল এবং জগন্নাথপুরের শাহারপাড়া স্কুল পার্টনারশীপ হিসেবে কাজ করবে

আমিনুল হক ওয়েছ লন্ডন থেকে:-যুক্তরাজ্যের কার্ডিফ কাউন্সিল কর্তৃক বাংলাদেশের শিক্ষা ব্যবস্থাকে আধুনিক ও উন্নত করার লক্ষ্যে কার্ডিফের ৯টি স্কুল এবং বৃহত্তর সিলেটের ৯টি স্কুল পার্টনারশিপ হিসাবে কাজ করছে। বৃহত্তর সিলেটের সেই ৯টি স্কুলের মধ্যে জগন্নাথপুরের শাহারপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয় একটি। কার্ডিফ কাউন্সিল কর্তৃপক্ষের সাথে শাহারপাড়া সরকারী প্রাথিমক বিদ্যালয় কর্তৃপক্ষের এক আলোচনা সভা অনুষ্টিত হয়েছিল গত রবিবার সভায় জানানো হয় আগামী নভেম্বরে কার্ডিফের কাউন্সিল কর্তৃপক্ষ এবং ৯টি স্কুলের শিক্ষকরা সিলেটে যাবেন শিক্ষা ব্যবস্তাকে দেখে আসবেন,সহযোগিতা করবেন। শাহারপাড়া স্কুল কর্তৃপক্ষে থেকে তাদের সাথে যাবেন সবধরনের সহযোগিতা করবেন| এবংফেব্রুয়ারীতে সিলেটের ৯টি স্কুলের শিক্ষকরা ব্রিটেনে আসবেন ট্রেনিংনিয়ে যাবেন। সভায় শাহারপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয় প্রাক্তন ছাত্র পরিষদের ইউকের উপদেষ্টা জাহাঙ্গীর হুসেন কামালীর সভাপতিত্বে শাহারপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয় প্রাক্তন ছাত্র পরিষদ ইউকের সদস্য সচীব আবদাল কামালীর পরিচালনায় বক্তব্য রাখেন কার্ডিফ কাউন্সিলের ডেপূর্টি মেয়র কাউন্সিলার আলী আহমেদ, কার্ডিফ বাংলাদেশ চেম্বার অফ কমার্চ এর সহ সভাপতি আনা মিয়া,কার্ডিফ বাংলাদেশ অসোসিয়েসন এর ফাউন্ডার সিরাজ আলী,কার্ডিফ বাংলাদেশ অসোসিয়েসন এর সেক্রেটারী কার্ডিফ যুবরাজ গ্রুপের পরিচালক দেলোয়ার মিয়া চৌধুরী,শাহারপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয় প্রাক্তন ছাত্র পরিষদ ইউকের উপদেষ্টা মানিক মিয়া কামালী,উপদেষ্টা আপেল মাহমুদ,সৈয়দপুর শাহারপাড়া উনিয়নের সাবেক চেয়ারম্যান লুৎফুর রহমান কামালী,মতিউর রহমান কামালী,আকমল হুসেন কামালী রতন,শুয়েব কামালী,হারিক কামালী,নানু কামালী প্রমুখ.

Exit mobile version