Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

যুক্তরাজ্যের কিতলির মেয়র ফুলজারকে তাঁর গ্রামের বাড়ি জগন্নাথপুরে সংবর্ধনা

স্টাফ রিপোর্টার ::
যুক্তরাজ্যের কিতলির মেয়র মোঃ ফুলজার হোসেনকে তাঁর নিজ গ্রাম সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলায় সংবর্ধনা প্রদান করা হয়েছে।
রোববার বিকেলে উপজেলার পাটলী ইউনিয়নের সাচায়ানী গ্রামবাসী তাঁকে এ সংবর্ধণা প্রদান করেন। যুক্তরাজ্য থেকে তাঁর সঙ্গে বাংলাদেশ সফরে ১৪ সদস্য বিশিষ্ট একটি প্রতিনিধি দলকে সংবর্ধনা দেওয়া হয়। এ উপলক্ষে গ্রামের প্রবীন মুরব্বী সাচায়ানী সরকারী প্রাথমিক বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি আলহাজ্ব আব্দুল জব্বারের সভাপতিত্বে ও শ্রীরামসী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মালিকের পরিচালনায় বিদ্যালয় প্রাঙ্গণে এক সংবর্ধনা সভা অনুষ্ঠিত হয়। এতে সংবর্ধিত অতিথির বক্তব্য রাখেন জগন্নাথপুর উপজেলার পাটলী ইউনিয়নের সাচায়ানী গ্রামের যুক্তরাজ্য প্রবাসি মরহুম আলহাজ্ব আব্দুল বারীর ছেলে যুক্তরাজ্যে কিতলির মেয়র ফুলজার হোসেন, ব্র্যাফোর্ড লর্ড মেয়র জাফর আলী, ব্র্যাফোর্ড লর্ডের সাবেক মেয়র বর্তমান কাউন্সিলর আবিদ হুসেন, কাউন্সিলর ক্যাথ বেকন, কানীয আক্তার, মোঃ আশরাফ মিয়া, হুমায়ুন ইসলাম, জেইন আর্নল্ড, মানজ জশি, বাভনা জশি, গ্রাহাম স্বাইন, শাহিদুর রহমান, আব্দুল মতলিব চৌধুরী, সাইফুল ইসলাম শামিম। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন যুক্তরাজ্য আওয়ামীলীগের সহসভাপতি হরমুজ আলী, পাটলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সিরাজুল ইসলাম, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম রিজু, আব্দুল হান্নান চৌধুরী ছুফি, সাবেক চেয়ারম্যান হারুনুর রশিদ, প্রবাসি সাইফুল ইসলাম, আলহাজ্ব সুফি মোহাম্মদ রাজা মিয়া, পাটলী ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মনু মোহাম্মদ মতছির স্থানীয় আওয়ামীলীগ নেতা মধু মিয়া, প্রমুখ। এরপূর্বে দুপুরে পৌরশহরের ছিক্কা সরকারী প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে প্রতিনিধি দলকে সংবর্ধনা প্রদান করা হয়েছে।
প্রসঙ্গত, গত ২৬ ফেব্রুয়ারি যুক্তরাজ্যের কিতলির মেয়র ফুলজার হোসেনের নেতৃত্বে ১৪ সদস্য বিশিষ্ট একটি প্রতিনিধি দল যুক্তরাজ্যে থেকে ইন্টারন্যাশনাল ফ্লাইটে ১০ দিনের সফরে বাংলাদেশে এসেছেন।

Exit mobile version