Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

যুক্তরাজ্যের বাকিংহাম রাজপ্রাসাদের বাইরে আটক যুবক বাংলাদেশী বংশোদ্ভূত

জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকম ডেস্ক ::
বৃটেনে বাকিংহাম রাজপ্রাসাদের বাইরে থেকে ছুরিসহ আটক যুবক বাংলাদেশী বংশোদ্ভূত মোহিউস সুন্তাথ চৌধুরী (২৬)। তার বিরুদ্ধে সন্ত্রাসী অপরাধের অভিযোগ এনেছে পুলিশ। তাকে আটক করার পর রিমান্ডে নেয়া হয়েছে। এখনও রিমান্ডে আছে সে। ওই যুবকের বসবাস বেডফোর্ডশায়ারের লুটনে। পেশায় একজন উবার ট্যাক্সিচালক। গত সপ্তাহের শুক্রবার রাজপ্রাসাদ বাকিংহাম প্যালেসের বাইরে সে পুলিশের ওপর হামলা করে। রাণী দ্বিতীয় এলিজাবেথ ও তার সেনা সদস্যরা সবাই নরকে যাবে বলে সে স্লোগান দিয়েছিল। এ সময় রাণি দ্বিতীয় এলিজাবেথ ছিলেন বালমোরালে। গতকাল আদালতে ওই যুবকের বিরুদ্ধে অভিযোগে এ কথা বলা হয়েছে। তাকে আটক করার পর বৃটেনে সন্ত্রাসী হামলার বিষয়ে সতর্কতা বৃদ্ধি করা হয়। তাকে আটক করার সময় তার প্রাইভেট কারে প্যাসেঞ্জারদের বসার স্থানের নিচ থেকে উদ্ধার করা হয়েছিল একটি সামুরাই তরবারি। তার ওপর তখন সিএস গ্যাস ছিটানো হয়। মাটির ওপর ফেলে পাকড়াও করা হয়। এ সময় কয়েকজন পুলিশ সদস্য আহত হকন। বৃহস্পতিবার ওয়েস্টমিনস্টারে একটি আদালতে তাকে তোলা হয়েছিল। যদি অভিযোগ প্রমাণিত হয় তাহলে তাকে যাবজ্জীবন জেল দেয়া হতে পারে। ওদিকে তার বোন ¯েœহার (২৩) কাছ থেকে গোয়েন্দারা তারই লেখা একটি চিঠি উদ্ধার করেছে। এতে সে লিখেছে, আমার আদরের বোন, তুমি যখন এই চিঠি পড়ছো তখন আল্লাহর ইচ্ছায় ইনশাল্লাহ আমি আল্লাহর কাছে থাকবো। এ জন্য কেঁদো না। শক্ত হও। একজন শহীদ তার পরিবারের ৭০ জনকে বেহেস্তে নিতে পারবে। তোমাকেও আমি সেখানে নিয়ে যাবো।

Exit mobile version