Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

যুক্তরাজ্যের বার্নলিতে কমিউনিটি নেতৃবৃন্দের সাথে জগন্নাথপুর পৌরসভার মেয়র আলহাজ্ব আব্দুল মনাফের মতবিনিময় সভা

স্টাফ রিপোর্টার:: যুক্তরাজ্যের বার্নলি শহরের কমিউনিটি নেতৃবৃন্দের সাথে জগন্নাথপুর পৌরসভার মেয়র আলহাজ্ব আব্দুল মনাফ এক মত বিনিময় সভায় মিলিত হন। মত বিনিময় সভায় মেয়র বলেন, যুক্তরাজ্য প্রবাসীরা আর্থ সামাজিক উন্নয়নে ব্যাপক অবদান রাখছেন। তারা অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে কষ্টার্জিত অর্থ দিয়ে নিজের পরিবার পরিজন ও আত্মীয় স্বজনদের যেমন সহযোগীতা করছেন তেমনি মসজিদ, মাদ্রাসা, স্কুল, কলেজ, শিক্ষা প্রতিষ্ঠানসহ এলাকার উন্নয়ন বিশেষ করে আর্ত মানবতার সেবায় গুরুত্বপূর্ণ অবদান রাখছেন। সম্প্রতি যুক্তরাজ্যের বার্নলি শহরের কমিউনিটি নেতা সাবেক কাউন্সিলর মুজাক্কির আলীর বাসভবনে বাংলাদেশী কমিউনিটি নেতৃবৃন্দের সাথে এক মত বিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে মেয়র আলহাজ্ব আব্দুল মনাফ উপরোক্ত কথা বলেন। কমিউনিটি নেতা সাবেক কাউন্সিলর মোঃ মুজাক্কির আলীর সভাপতিত্বে উক্ত মত বিনিময় সভায় বক্তব্য রাখেন কাউন্সিলর মঞ্জুর হোসেন, কমিউনিটি নেতা সাগির আহমদ, মালিক মোঃ আশরাফ, সৈয়দ সাবির হোসেন শাহ, সাহিদ কৌবার প্রমুখ। সভাপতির বক্তব্যে সাবেক কাউন্সিলর শাহজালাল জামে মসজিদ এন্ড বার্নলি ইসলামিক কালচারাল সেন্টারের কো-অর্ডিনেটর কমিউনিটি নেতা বিশিষ্ট সমাজসেবী জনাব মোঃ মোজাক্কির আলী মেয়র আলহাজ্ব আব্দুল মনাফকে স্বাগত জানিয়ে বলেন, জগন্নাথপুর পৌরবাসী যে আশা আকাঙ্কা নিয়ে আপনাকে মেয়র নির্বাচিত করেছেন আশা করি আপনার কর্মকান্ডে মানুষের আশা আকাংখার প্রতিফলন ঘটবে। মেয়র আলহাজ্ব আব্দুল মনাফের নেতৃত্বে জগন্নাথপুর পৌরসভা একটি আধুনিক পৌরসভায় রূপান্তরিত হবে সেই সাথে পৌরসভার সার্বিক উন্নয়নে মেয়র গুরুত্বপূর্ণ অবদান রাখবেন বলে আশা করছি। তিনি তার বক্তব্যে পৌরসভার সার্বিক সফলতা কামনা করেন। সভা শেষে মেয়র আলহাজ্ব আব্দুল মনাফ বার্নলি শহরে অবস্থিত অত্যাধুনিক নয়নাবিরাম শাহজালাল মসজিদ এন্ড বার্নলি ইসলামিক কালচারাল সেন্টার পরিদর্শন করেন এবং সমবেত মুসল্লিদের সাথে মাগরিবের নামাজ আদায় করেন।

Exit mobile version