Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

যুক্তরাজ্যে অবস্থানরত স্বরূপ চন্দ্র সরকারী উচ্চ বিদ্যালয়ের সাবেক ছাত্র/ছাত্রী উদ্যোগে পুনমিলনী অনুষ্ঠান সম্পন্ন

আমিনুল হক ওয়েছ লন্ডন থেকে :: জগন্নাথপুরের ঐত্যিবাহী বিদ্যাপীঠ স্বরূপচন্দ্র সরকারী উচ্ছ বিদ্যালয়ের যুক্তরাজ্যে অবস্থানরত সাবেক ছাত্র/ছাত্রীদের উদ্যোগে প্রথম বারের মত আয়োজিত পূণমীলন ও সাংকৃতিক অনুষ্টান ব্যাপক উৎসাহ উদ্দিপনায় মঙ্গলবার অনুষ্ঠিত হয়েছে। লন্ডন স্থানীয় মাইক্রোবিজনেস সেন্টারে, প্রধান সমন্নয়ক আমিনুল হক ওয়েছের পরিচালন পবিত্র কোরাণ তিলাওয়াত করেন সমন্নয়কারী আলমগীর হোসেন এতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাওয়ার হেমলেট স্পিকার আব্দুল মুকিত, টাওয়ার হেমলেট মেয়র দরছ উল্লাহ, টাওয়ার হেমলেট কাউন্সিলর সফুল আহমদ, এতে বক্তব্য রাখেন স্কুলের সাবেক শিক্ষক আবু সুফিয়ান চৌঃ জগন্নাথপুর পৌরসভার সাবেক মেয়র আব্দুল মনাফ,চিলাউড়া হলদিপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান হারুনুর রশীদ, জগন্নাথপুর পৌরসভার প্রথম পৌর চেয়ারম্যান আব্দুল মুকিত, প্রবাসী কমিউনিটি নেতা আব্দুনুর, সাজ্জাদুর রহমান পাবেল, আব্দুল কাইয়ুম চৌঃ, আব্দুল কাদির, তৌফিক আলী মিনার, শফিউল আলম বাবু, আবুল হোসেন, আজিজুর রহীম মিসপা, মিসবাউজামান সোহেল, ছামছুল ইসলাম রাজন, আবুল হুসেন, মিজা জুয়েল, আতাউর রহমান, মুহিবুর রহমান, সমন্নয়ক আব্দুল কাদির, সমন্নয়ক লাহিন আহমদ, সমন্নয়ক আমিনুর রহমান আলী, সমন্নয়ক সুমন আহমদ,জাহেদুর রহমান জুয়েল প্রমুখ। সভায় বক্তাগন এই উদ্যোগ স্বাগত জানান এবং স্মৃতি চারণে আবেগ হয়ে সরকারের পাশাপাশি যুক্তরাজ্যে অবস্থানরত সাবেক ছাত্র/ছাত্রীদের স্কুলের জন্য কাজ করে যাবার প্রত্যয় ব্যক্ত করেন। এছাড়াও প্রতি বছর যেন এই আয়োজন করা হয় তার জন্য আয়োজকদের প্রতি অনুরোধ জানান। অনুষ্টান শেষে স্কুলের প্রাক্তন শিক্ষক মন্তেশর আলী(ফাকি মিয়া স্যার) এর শাররীক সুস্থতা কামনা করে দোয়া করা হয়। পরে সাবেক ছাত্র/ছাত্রীরা গান গেয়ে অনুষ্ঠান অঙ্গনকে মাতিয়ে তুলেন।

Exit mobile version