Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

যুক্তরাজ্যে সড়ক দুর্ঘটনায় নিহত জগন্নাথপুরের যুবকের লাশ দেশে আসছে শনিবার

আমিনুল হক ওয়েছ লন্ডন থেকে::যুক্তরাজ্যে সড়ক দূর্ঘটনায় মারা যাওয়া জগন্নাথপুর পৌর এলাকার বলবল গ্রামের যুবক লেছু মিয়া (৩৫) এর লাশ শনিবার দেশে আসছে। নিহতের স্বজনরা জানান, শনিবার সকালে লাশ সিলেটে এসে পৌঁছবে পরে গ্রামের বাড়ি বলবলে নিয়ে আসা হবে। এবং শনিবার আছরের নামাজের পর বলবল জামে মসজিদ প্রাঙ্গনে জানাযা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে। লেছু মিয়া দীর্ঘদিন যাবত স্ত্রী সন্তানাদি নিয়ে যুক্তরাজ্যের বার্মিংহাম এলাকায় বসবাস করে আসছিলেন। রোববার বাংলাদেশ সময় সকাল ৯টার দিকে নিজ রেস্তুরা থেকে প্রাইভেটকার যোগে বাসায় ফেরার পথে যুক্তরাজ্যের নিউপুট এলাকার ৪১ মটর ওয়েতে বিপরীত দিক থেকে আসা একটি টলীর সঙ্গে মুখামুখি সংঘর্ষে ঘটনাস্থলে তিনি মারা যান। উল্লেখ্য জগন্নাথপুর পৌর এলাকার বলবল গ্রামের লালা মিয়ার পুত্র লেছু মিয়া জগন্নাথপুর পৌর শহরের নেক্সট সুপার ষ্টোরের মালিক এবং জগন্নাথপুর পৌর এলাকাবাসীর কাছে অত্যন্ত নম্র ভদ্র ও ভাল ব্যবসায়ী হিসেবে পরিচিত ছিলেন। তাঁর অকাল মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। বলবল গ্রামের তরুণ শামীম আহমদ বলেন, লেছু মিয়ার অকাল মৃত্যুতে পুরো গ্রামবাসী শোকে মুয্যমান। এই অকাল মৃত্যু এলাকাবাসী মেনে নিতে পারছেন না। গ্রামবাসী তাকে শেষ দেকার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন।

Exit mobile version