Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

যুক্তরাজ্য বিএনপি নেতা এম.এ খলকু এর উদ্যোগে খালেদা জিয়ার মুক্তির দাবিতে আলোচনাসভা,ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার:: সুনামগঞ্জ-৩ আসনে ২০ দলীয় জোটের সম্ভাব্য প্রার্থী যুক্তরাজ্য বিএনপির সাবেক বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক এম এ খলকু এর আয়োজনে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি,সুস্থতা কামনা ও ভারপ্রাপ্ত চেয়ারপার্সন তারেক রহমান এর দীর্ঘায়ু কামনায় আলোচনাসভা,দোয়া মাহফিল ও ইফতার গতকাল রোববার জগন্নাথপুর উপজেলার আশারকান্দি ইউনিয়নের ফেচিরবাজারে অনুষ্ঠিত হয়। স্থানীয় বিএনপি নেতা ইয়াবর মিয়ার সভাপতিত্বে ইউনিয়ন যুবদল নেতা শামীম আহমদ এর পরিচালনায় এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক সুনামগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক সভাপতি এ.টি এম হেলাল,বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন যুক্তরাজ্য বিএনপির লিডস শাখার যুগ্ম সাধারণ সম্পাদক দুলদুল বারী,সুনামগঞ্জ জেলা ছাত্রদলের আহŸায়ক কমিটির সদস্য এস,এম লিকছন খাঁন,অন্যানের মধ্যে বক্তব্য রাখেন জগন্নাথপুর উপজেলা যুবদলের যুগ্ম আহŸায়ক ছায়াদুজ্জামান ছায়াদ,উপজেলা যুবদল নেতা রফিক আহমদ,দক্ষিন সুনামগঞ্জ উপজেলা ছাত্রদলের সহ-সভাপতি এওয়ার হোসেন হৃদয়,জগন্নাথপুর উপজেলা ছাত্রদল নেতা বাবুল খান মুন্না,আব্দুল হক কামালী,দক্ষিন সুনামগঞ্জ উপজেলা ছাত্রদল নেতা কামরুজ্জামান,আশারকান্দি ইউনিয়ন যুবদল নেতা কবির আহমদ,খেলন মিয়া,ফটিক মিয়া,শাহেন জিন্মাদার, ছাত্রদল নেতা তোফায়েল আহমদ,শাহেন মিয়া,রুমেন আহমদ রুহুল,মশাহীদ আলী,জাকির হোসেন,খটিক মিয়া,শায়েক মিয়া,রুপন মিয়া,কাশেম মিয়া প্রমুখ। প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক এ.টি এম হেলাল বলেন, বর্তমান সরকার বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার জনপ্রিয়তার ভয়ে তাকে মিথ্যা মামলা দিয়ে কারাগারে রেখেছে। অনতিবিলম্বে তাকে নিঃশর্ত মুক্তি দেয়ার দাবি জানিয়ে তিনি বলেন,খালেদা জিয়ার মুক্তি ছাড়া এদেশে কোন নির্বাচন হতে দেয়া হবে না। তিনি বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া ও তাঁর সুযোগ্য ছেলে তারেক জিয়াকে নিয়ে আগামী জাতীয় সংসদ নির্বাচন তত্বাবধায়ক সরকারের অধীনে করার আহান জানিয়ে বলেন, বিএনপির সর্বস্তরের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হতে হবে। তিনি আগামী জাতীয় সংসদ নির্বাচনে এ আসনে যুক্তরাজ্য বিএনপি নেতা এম এ খলকুকে ২০ দলীয় জোটের মনোনয়ন দেয়ার দাবি জানান। এছাড়াও নবগঠিত সুনামগঞ্জ জেলা ছাত্রদলের কমিটিকে অভিনন্দন জানান।

Exit mobile version