Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

যুক্তরাজ্য যুবদলের কমিটিতে স্হান পেলেন জগন্নাথপুরের আলিফ মিয়া

স্টাফ রিপোর্টার- যুক্তরাজ্য যুবদলের ১০১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটির তালিকা প্রকাশ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রিয় নির্বাহী কমিটি। শুক্রবার (১৬ মে) যুবদলের কেন্দ্রিয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলাম নয়ন স্বাক্ষরিত দলীয় প্যাডে এই কমিটির অনুমোদন দেওয়া হয়।কমিটিতে আফজল হোসেনকে সভাপতি ও বাবর চৌধুরীকে সাধারণ সম্পাদক করা হয়। একই কমিটিতে সহ—সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন যুক্তরাজ্য প্রবাসী আলিফ মিয়া। আলিফ মিয়া জগন্নাথপুর উপজেলার হবিবপুর গ্রামের বাসিন্দা। তিনি দীর্ঘদিন ধরে জাতীয়তাবাদী রাজনীতির সাথে জড়িত।  আলিফ মিয়া বলেন, দল আমাকে যে দায়িত্ব অর্পণ করেছে আমি তা নিষ্ঠার সাথে পালন করবো এবং যুক্তরাজ্য যুবদলকে সামনে এগিয়ে নিতে আমার নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপার্সন তারেক রহমান  ও যুক্তরাজ্য বিএনপির সাধারণ সম্পাদক কয়ছর এম আহমদের নেতৃত্বে কাজ করে যাবো।

Exit mobile version