Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

যুক্তরাজ্য শাহারপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র পরিষদের ঈদ পূর্ণমিলনী অনুষ্টিত

আমিনুল হক ওয়েছ লন্ডন থেকে:-জগন্নাথপুর উপজেলার শাহারপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের যুক্তরাজ্যস্ত প্রাক্তন ছাত্র পরিষদের ঈদ পূর্ণমিলনী অনুষ্টিত হয় ২৮ জুলাই ২০১৫ মঙ্গলবার|ইস্ট লন্ডনের বিবিসি সেন্টারে|সংগটনের উপদেষ্টা সদরুল হুসেন কামালীর সভাপতিত্বে সদস্য সচীব আবদাল কামালীর পরিচালনায় প্রথমে কোরআন তেলাওয়াত করেন মো: রফু মিয়া কামালী সংগটনের আহবায়ক শাহ আলম কামালীর স্বাগত বক্তব্যর মাধ্যমে বিগত দিনের কার্যক্রম তুলেধরেন,এবংসফলতার সহিত কিভাবে শতবর্ষ অনুষ্টান যায় আলোচনার অনুরোধ জানান|সভায় কার্ডিফ কাউন্সিল কর্তৃক কার্ডিফ স্কুল এবংশাহারপাড়া স্কুলের মাঝে পার্টনারশীপ হয়েছে,আগামী ৩০ অক্টোবর কার্ডিফের ৯টি স্কুলের প্রধানশিক্ষক এবং কার্ডিফ কাউন্সিল কর্তৃপক্ষ একটি প্রতিনিধি দল শাহারপাড়া স্কুলে সফরে যাবে,এই জন্য আলোচনা হয়|এবং স্কুলের অবকাঠামোর জন্য একটি ফান্ড রাইজিংকরা হয়|এবংশতবর্ষ পূর্তি উদযাপনের প্রস্তুতি নিয়ে আলোচনা হয়|সভায় উপদেষ্টাদের থেকে বক্তব্য রাখেন হাবিবুর রহমান ফেস্কার কামালী,আরবাব হুসেন কামালী,তয়ূব মিয়া কামালী, রফু মিয়া কামালী.জাহাঙ্গীর হুসেন কামালী লালন,মানিক মিয়া কামালী.সারিক মিয়া কামালী. সজ্জাদ মিয়া কামালী.সিরাজ মিয়া কামালী.আব্দুস সোবহান কামালী,আপেল মাহমুদ,মোসাদ্দিক কামালী,আরও বক্তব্য রাখেন সায়েস্তা মিয়া কামালী,সৈয়দপুর শাহারপাড়া ইউনিয়ন সাবেক চেয়ারম্যান লুতফুর রহমান কামালী. মতিউর রহমান কামালী,আকমল হুসেন কামালী রতন,আবদুস সালাম কামালী,সামির হুসেন কামালী,হারুন মিয়া,ফারুক মিয়া,সাফি মিয়া কামালী,শুয়েব কামালী,সহিদুল হক কামালী,রাজিক মিয়া কামালী,রেদুয়ান কামালী,মতিউর কামালী.সাদিক কামালী,ফখরুল কামালী,সাজু কামালী,আজহার কামালী,রুনু কামালী,নানু কামালী,হারিক কামালী,শাহনুর কামালী,আওলাদ কামালী,রফু.কামালী,খসরুল কামালী ,আওলাদ মিয়া কামালী.সানাখ কামালী,সামু কামালী,হাবিবুর রহমান কিশোর মিয়া কামালী,আমিনুর কামালী,শায়েখ কামালী,অলিদ মিয়া কামালী,আব্দুল হক কামালী,সিদ্দেক কামালী,আবু মিয়া কামালী.জাহিদুর কামালী,রুহুল আমিন কামালী,নোমান কামালী কানন কামালী.প্রমুখ বক্তাগণ স্কুল প্রতিষ্ঠালগ্ন থেকে যাঁদের অনন্য অবদানে প্রতিষ্ঠানটি শতবর্ষের দ্বারপ্রান্তে দাঁড়িয়ে তাদেরকে শ্রদ্ধাভরে স্মরন করেন বিদ্যালয়কে এগিয়ে নেয়ার প্রত্যয় ব্যক্ত করেন।
সুবিধাসম্পন্ন সময়ে পরবর্তী সভা আয়োজন করার সিদ্ধান্তগৃহীত হয় এবং হালকা প্রীতিভোজের মাধ্যমে প্রানাঞ্জল সফল ভাবে সভার সমাপ্তি হয় |
image1.PNG

Exit mobile version