Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

যুক্তরাষ্ট্রের দূতাবাসে ‘হাতবোমা’ বিস্ফোরণ

জগন্নাথপুর২৪ ডেস্ক :: মন্টিনেগ্রোর রাজধানী পোডগোরিকায় যুক্তরাষ্ট্রের দূতাবাসের একটি বিস্ফোরক ডিভাইস, সম্ভবত হাতবোমা, ছুড়েছে অজ্ঞাত এক ব্যক্তি। এরপর সে নিজেকে বোমায় উড়িয়ে দিয়েছে। মন্টিনেগ্রো সরকার বৃহস্পতিবার এ কথা জানিয়েছে মিডিয়াকে। এ খবর দিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। এতে বলা হয়, ঘটনার পরে সরকারের টুইট একাউন্টে ইংরেজিতে একটি বার্তা দেয়া হয়। তাতে বলা হয়, মধ্যরাতের আধা ঘন্টা পরে বিস্ফোরক ডিভাইস সহ আত্মঘাতী হামলা চালিয়েছে এক ব্যক্তি।
এর সামান্য আগে ওই ব্যক্তি স্টোর্টস সেন্টারের কাছ থেকে যুক্তরাষ্ট্রের দূতাবাসের ভিতরে একটি বিস্ফোরক ডিভাইস ছুড়েছে। খুব সম্ভব, ওই ডিভাইসটি একটি হাতবোমা। এ বিষয়ে পুলিশ তদন্ত শুরু করেছে। হামলাকারীর পরিচয় সনাক্ত করার চেষ্টা হচ্ছে। পোডগোরিকায় অবস্থানরত রয়টার্সের একজন ফটো সাংবাদিক বলেছেন, পুলিশের গাড়ি দিয়ে ঘটনাস্থলের বাইরের সড়কগুলো বন্ধ করে দেয়া হয়েছে। তবে দৃশ্যমান কোনো ক্ষয়ক্ষতি হয় নি হামলায়। ওদিকে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত নিজের নাগরিকদের সতর্ক থাকতে বলেছে যুক্তরাষ্ট্র।

Exit mobile version