Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

যুক্তরাষ্ট্রে বিমানে হিজাব পরায় মুসলিম নারীর ওপর হামলা

জগন্নাথপুর২৪ ডেস্ক::
যুক্তরাষ্ট্রের মিশিগানে বিমানে হিজাব পরিধান করায় এক মুসলিম নারীর ওপর বর্ণবাদী হামলা হয়েছে বলে জানা গেছে। এ ব্যাপারে দ্রুত তদন্ত করে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন স্থানীয় আদালত। খবর আরব নিউজের।

মুসলিমবিদ্বেষী হামলার শিকার আয়শা তৌরি নামে ওই নারী মিশিগান স্টেট ইউভার্সিটির গবেষক দলের সহকারী। টুইন টাওয়ারে হামলার দিন অর্থাৎ গত ১১ সেপ্টেম্বর আটলান্টা থেকে স্পিরিট এয়ার লাইন্সের একটি বিমানে করে মিশিগান আসছিলেন।

এ সময় শ্বেতাঙ্গ এক নারী তার হিজাব দেখে মুসলিম সন্ত্রাসী বলে চিৎকার করতে করতে তার মুখে কিল-ঘুষি মারতে থাকেন এবং বর্ণবাদী ও ধর্মবিদ্বেষী গালাগাল দিতে থাকেন।

এ ঘটনা বিমানের এক যাত্রীরা ভিডিও করে সামাজিত যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দিলে মানবাধিকারকর্মীরা এ নিয়ে প্রতিবাদ জানাতে থাকেন।
পরে বিষয়টি স্থানীয় ওয়েন কাউন্ট্রি আদালতের নজরে এলে বর্ণবাদী এ হামলার তদন্তের নির্দেশ দেওয়া হয়।

স্পিরিট এয়ারলাইন্সের কর্মীরাও শ্বেতাঙ্গ ওই যাত্রীর বর্বর আচরণে বিব্রত বলে জানিয়েছেন। তারা বলেন, এই যাত্রীকে পরে আর তারা তাদের বিমানে ভ্রমণের সুযোগ দেবেন না। সূত্র : খবর আরব নিউজ

Exit mobile version