Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

যুক্তরাষ্ট্রে বিস্ফোরনে আহত-২৯

জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকম ডেস্ক :: যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের চেলসিয়ায় এক বিস্ফোরণে অন্তত ২৯ জন আহত হয়েছে। তবে আহতদের কারোরই অবস্থা আশঙ্কাজনক নয়।

নিউইয়র্কের দমকল বাহিনীর বরাত দিয়ে রোববার বার্তা সংস্থা এএফপির এক প্রতিবেদনে বলা হয়েছে, শনিবার রাতে বিস্ফোরণের এই ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে এই বিস্ফোরণে কারণ সম্পর্কে কিছু জানা যায়নি।

তবে স্থানীয় গণমাধ্যমের খবরে বলা হয়, একটি ভ্রাম্যমাণ ডাস্টবিনে এই বিস্ফেরণ ঘটে।

তিনটি ব্লকের প্রত্যক্ষদর্শীরা বলেন, তারা তাদের অ্যাপার্টমেন্টের ৬ষ্ঠ তলায় একটি প্রচণ্ড শব্দ শুনতে পান। বিস্ফোরণের পর তারা সাইরেনের শব্দ পান।

চেলসিয়া ম্যানহাটনের অন্যতম আধুনিক এলাকা। এখানে প্রচুর পানশালা, রেস্তোরাঁ ও বিলাসবহুল অ্যাপার্টমেন্ট ভবন রয়েছে। সপ্তাহান্তে এই স্থাপনাগুলোতে ব্যাপক জনসমাগম ঘটে।

পুলিশের এক মুখপাত্র বলেন, ‘আজ রাত ৮টার দিকে একটি বিস্ফোরণ হয়েছে। এতে বেশ কয়েকজন আহত হন।’

তিনি জানান, ম্যানহাটনের ৬ষ্ঠ ও সপ্তম অ্যাভেনিউয়ের মধ্যে এই বিস্ফোরণ ঘটেছে।

দমকল বিভাগ জানিয়েছে, ১৩৩ ওয়েস্ট ২৩ স্ট্রিটে ওই বিস্ফোরণে ২৯ জন আহত হয়েছে।

হোয়াইট হাউসের একজন কর্মকর্তা বলেন, প্রেসিডেন্ট বারাক ওবামাকে নিউইয়র্ক সিটিতে এই বিস্ফোরণের ঘটনা সম্পর্কে অবহিত করা হয়েছে। বিস্ফোরণের কারণ অনুসন্ধানে তদন্ত চলছে।

Exit mobile version