Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

যুক্তরাষ্ট্রে স্কুলে বন্দুকধারী যুবকের গুলি, নিহত ১৭

জগন্নাথপুর২৪ ডেস্ক :: যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যে একটি স্কুলে গুলি চালিয়ে ১৭ জনকে হত্যা করেছে এক তরুণ। বুধবার পার্কল্যান্ডে অবস্থিত মার্জরি স্টোনম্যান ডগলাস হাইস্কুলে এ ঘটনা ঘটে। পরে পুলিশ নিকোলাস ক্রুজ নামের ওই তরুণকে আটক করেছে। এর আগে নিয়মশৃঙ্খলা ভঙ্গের অভিযোগে স্কুলটি থেকে সে বহিষ্কার হয়েছিল।

বার্তা সংস্থা রয়টার্সের খবর ও টেলিভিশনে সরাসরি প্রচারিত ভিডিওতে দেখা যায়, শিশুরা আতঙ্কে ও ভয়ে চিৎকার করতে করতে স্কুল থেকে হুড়মুড় করে বেরিয়ে আসছে। পুলিশ সদস্যরা ও জরুরি সেবাদাতা কর্মীরা তাদের তৎপরতা চালিয়ে যাচ্ছেন।
ব্রডওয়ে কান্ট্রি স্কুলস সুপারিনটেনডেন্ট রবার্ট রুনসি এই পরিস্থিতিকে ভীতিকর হিসেবে অভিহিত করে জানান, স্কুল ভবনের ভেতরে ১২ জনের ও বাইরে দু’জনের লাশ পাওয়া গেছে। একজনের লাশ পাওয়া যায় রাস্তায় ও দু’জন হাসপাতালে নেওয়ার পর মারা যান। নিহতদের মধ্যে শিক্ষার্থী ছাড়াও বয়স্করা রয়েছেন বলেও তিনি জানিয়েছেন।

আর ব্রডওয়ে কাউন্টি শেরিফ স্কট ইসরায়েল বলেন, গুলি চালানোর পর কোনো প্রতিরোধ ছাড়াই স্বেচ্ছায় পুলিশের কাছে আত্মসমর্পণ করেছে নিকোলাস ক্রুজ। সূত্র: বিবিসি ও রয়টার্স।

Exit mobile version