Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

যেকোনো মূল্যে মাদক নির্মূল করা হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

জগন্নাথপুর২৪ ডেস্ক::
স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান ব‌লে‌ছেন, জঙ্গি দমনে সফল হয়েছি। মাদক নির্মূলেও সফল হতে হবে। মাদক নির্মূল করাই সরকারের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ। যেকোনো মূল্যে মাদক নির্মূল করা হবে।

শ‌নিবার সকা‌লে বঙ্গবন্ধু আন্তর্জা‌তিক স‌ম্মেলন কে‌ন্দ্রে দৈ‌নিক সম‌য়ের আলো প‌ত্রিকার উদ্বোধনী অনুষ্ঠা‌নে প্রধান অ‌তি‌থির বক্তব্যে তি‌নি এ কথা ব‌লেন। অনুষ্ঠা‌নে বি‌শেষ অ‌তি‌থি হি‌সে‌বে উপ‌স্থিত ছি‌লেন-দু‌র্যোগ ও ত্রাণ প্র‌তিমন্ত্রী ডা, এনামুর রহমান, নৌ প্র‌তিমন্ত্রী খা‌লিদ মাহমুদ চৌধুরী, প্রধানমন্ত্রীর সা‌বেক তথ্য উপ‌দেষ্টা ইকবাল সোবহান চৌধুরী, জাতীয় পা‌র্টির সা‌বেক মহাস‌চিব রুহুল আমিন হাওলাদার, বসুন্ধরা ও মাগুরা গ্রু‌পের চেয়ারম্যানসহ বি‌শিষ্ট ব্য‌ক্তিবর্গ উপ‌স্থিত ছি‌লেন। স্বরাষ্ট্রমন্ত্রী ব‌র্নিল আয়োজ‌নের মাধ্য‌মে প‌ত্রিকা‌টির লো‌গো উন্মোচন ক‌রেন।।

রাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন বলেছেন, ‘আমরা যেভাবে জঙ্গি দমন করেছি, ঠিক সেভাবে মাদক নির্মূল করব। এটাই এখন আমাদের সবচেয়ে বড় চ্যালেঞ্জ।’ বাংলা‌দে‌শের মানুষ মাদ‌কের আগ্রাসন থে‌কে মু‌ক্তি চায়।

স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, ‘আমরা কোনোক্রমেই আমাদের তরুণ প্রজন্ম ও মেধাকে হারিয়ে যেতে দেব না। মেধা বাঁচাতে যেকোনো মূল্যে মাদক দমন করতে হবে।’

স্বর‌াষ্ট্রমন্ত্রী আরও ব‌লেন, প্রধানমন্ত্রীর একটাই ম্যা‌জিক, তা হ‌লো তি‌নি দেশ‌কে ভালবা‌সেন, জনগণকে ভালবা‌সেন এবং দেশ‌কে এ‌গি‌য়ে নেয়ার জন্য কাজ ক‌রেন। সা‌রা‌বিশ্বের নেতারা বিশ্বাস ক‌রেন, শেখ হা‌সিনাই পার‌বেন দেশ‌কে এ‌গি‌য়ে নি‌য়ে যে‌তে। দে‌শের উন্নয়‌নের অগ্রযাত্রায় দৈ‌নিক সম‌য়ের আলো গুরুত্বপূর্ণ ভূমিকা পালন কর‌বে।

Exit mobile version