1. forarup@gmail.com : jagannthpur25 :
  2. jpur24@gmail.com : Jagannathpur 24 : Jagannathpur 24
শুক্রবার, ১১ জুলাই ২০২৫, ১২:৪০ পূর্বাহ্ন

যেমন ছিল ইবরাহিম (আ.)-এর কোরবানি

  • Update Time : রবিবার, ৮ জুন, ২০২৫

নবী আদম (আ.) থেকে নিয়ে মহানবী (সা.) পর্যন্ত সব নবীর যুগেই কোরবানির বিধান ছিল। (সুরা হজ: ৩৪)। তবে ইতিহাসে সবচেয়ে আলোচিত হয়ে আছে হজরত ইবরাহিম (আ.)-এর কোরবানির ঘটনা। কেননা তা ছিল কঠিন ত্যাগের অধ্যায়।

সন্তানের প্রতি ভালোবাসা এক অমূল্য অনুভূতি, যা কোনো শর্তে বা সীমায় বাঁধা পড়ে না। সন্তানের মুখে হাসি, তার নিষ্পাপ চাহনি, জীবনের প্রতি তার অপরূপ আগ্রহ—এসবই মা-বাবার জীবনকে পূর্ণতা দেয়। সন্তানের বিন্দুমাত্র কষ্টও তারা সহ্য করতে পারে না।

মহান আল্লাহ তাআলা ইচ্ছা করলেন—নবী ইবরাহিম (আ.)-কে এই প্রাণাধিক সন্তানের মাধ্যমে পরীক্ষা করবেন। মহাপরীক্ষায় পড়ে যান তিনি। তাকে নির্দেশ দেওয়া হয়—নিজ সন্তান ইসমাইলকে আল্লাহর জন্য কোরবানির করার। আল্লাহর প্রতি তার অকৃত্রিম বিশ্বাস আর ভালোবাসায় তিনি সেই পরীক্ষায় উত্তীর্ণ হন।

মহান আল্লাহ তাআলা বন্ধু ইবরাহিমের সেই ত্যাগের বর্ণনা পবিত্র কোরআনে দিয়েছেন এভাবে—

(ইবরাহিম বললেন) হে আমার প্রতিপালক, তুমি আমাকে এক সৎকর্মশীল ছেলে সন্তান দান কর। অতঃপর আমি তাকে এক অতি ধৈর্যশীল পুত্রের সুসংবাদ দিলাম। এরপর সে যখন তার পিতার সঙ্গে চলাফেরা করার বয়সে পৌঁছাল—তখন ইবরাহিম বলল, ‘বৎস, আমি স্বপ্নে দেখেছি যে, আমি তোমাকে জবাই করছি। এখন বল, তোমার অভিমত কী? সে বলল, ‘হে পিতা, আপনাকে যা আদেশ করা হয়েছে, আপনি তাই করুন। আল্লাহ চাইলে আপনি আমাকে ধৈর্যশীলই পাবেন।

দু’জনেই যখন আনুগত্যে মাথা নুইয়ে দিল। আর ইবরাহিম তাকে উপুড় করে শুইয়ে দিল—তখন আমি তাকে ডাক দিলাম, ‘হে ইবরাহিম, স্বপ্নে দেওয়া আদেশ তুমি সত্যে পরিণত করেই ছাড়লে। এভাবেই আমি সৎকর্মশীলদের প্রতিদান দিয়ে থাকি। অবশ্যই এটা ছিল এক সুস্পষ্ট পরীক্ষা। আমি এক মহান কোরবানির বিনিময়ে পুত্রটিকে ছাড়িয়ে নিলাম। আর আমি তাকে পরবর্তীদের মাঝে স্মরণীয় করে রাখলাম। ইবরাহিমের ওপর শান্তি বর্ষিত হোক। (সুরা সাফফাত: ১০০-১০৯)।

সৌজন্যে আজকের পত্রিকা

শেয়ার করুন

Comments are closed.

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫
Design & Developed By ThemesBazar.Com