Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

যে শর্তে পুতিনের সঙ্গে দেখা করতে প্রস্তুত বাইডেন

জগন্নাথপুর২৪ ডেস্ক::
মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, তিনি রাশিয়ার নেতা ভ্লাদিমির পুতিনের সঙ্গে ইউক্রেনে সামরিক কার্যক্রম শেষ করার সম্ভাবনা নিয়ে আলোচনা করতে প্রস্তুত, তবে পুতিনের সঙ্গে যোগাযোগ করার এখনই কোনো তার পরিকল্পনা নেই।
nagad-300-250

বৃহস্পতিবার ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর সঙ্গে একটি যৌথ সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। 

বাইডেন বলেন, ‘বাস্তবতা এবং ব্যাপারটি হল পুতিনের সঙ্গে যোগাযোগ করার আমার অবিলম্বে কোনো পরিকল্পনা নেই। আমি পুতিনের সঙ্গে কথা বলতে প্রস্তুত যদি বাস্তবে তার সিদ্ধান্ত নেওয়ার আগ্রহ থাকে যে তিনি যুদ্ধ শেষ করার উপায় খুঁজছেন। তিনি এখনো তা করেননি।’ 

তিনি আরও বলেন, ‘যদি তা-ই হয়, তাহলে আমার ফরাসি এবং আমার ন্যাটো বন্ধুদের সঙ্গে পরামর্শ করে পুতিনের সঙ্গে বসে তার মনে কী আছে, সেটা দেখতে পেরে খুশি হব।’

বাইডেন বলেন, এই যুদ্ধ শেষ করার একটা উপায় আছে। সেটা বেশ যুক্তিসঙ্গত উপায়; আর তা হচ্ছে- পুতিন ইউক্রেন থেকে বের হয়ে যাবেন। কিন্তু মনে হচ্ছে না তিনি সেটি করবেন। ‘এরই মধ্যে, আমি মনে করি ইমানুয়েল (ম্যাক্রোঁ) যা বলেছেন তা একেবারেই সমালোচনামূলক: আমাদের অবশ্যই ইউক্রেনের জনগণকে সমর্থন করতে হবে

Exit mobile version