Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

রক্তলাল ইন্দোনেশিয়ার আকাশ!

ইন্দোনেশিয়ার জাম্বি প্রদেশের আকাশ রক্তলাল হয়ে উঠেছে। এ ধরনের কিছু ছবি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তেই তোলপাড় সৃষ্টি হয়েছে।

জানা গেছে, ইন্দোনেশিয়ার জাম্বি প্রদেশের বনাঞ্চলের আগুন ও ধোঁয়া থেকে এক ধরনের ধোঁয়াশার সৃষ্টি হয়েছে। গত সপ্তাহান্তে এ পরিস্থিতির সৃষ্টি হয়েছিল। এর ফলে গোটা প্রদেশটাই হয়ে যায় টকটকে লাল।

জানা গেছে, ইন্দোনেশিয়ায় ওই অঞ্চলে প্রতিবছর আগুনের কারণে ধোঁয়াটে কুয়াশা তৈরি হয়। এটা বিশেষত পুরো দক্ষিণ পূর্ব এশীয় অঞ্চলে কম্বল তৈরি করতে পারে।

সংবাদমাধ্যম বিবিসিকে একজন আবহাওয়া বিশেষজ্ঞ বলেছেন, এতে আকাশের রঙ অস্বাভাবিক রূপ নেয় যা ‘রাইলেগ স্কেটারিং’ বলে পরিচিত।

এদিকে, সোমবার সোশ্যাল মিডিয়ায় এই ঘটনার কিছু ছবি ছড়িয়ে পড়ে। ছবিগুলো দেখলে একপলকে মনে হতে পারে পৃথিবীর কোনও এলাকা নয় বরং মঙ্গল গ্রহের কোনও অংশ।

সোশ্যাল মিডিয়া টুইটারে একজন লিখেছেন, এটা মঙ্গল নয়, আমাদের গ্রহ।

সূত্র : বিবিসি, জি-নিউজ

সৌজন‌্যে কালের কণ্ঠ

Exit mobile version