Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

রমজানের পবিত্রতা রক্ষা করা সকলের ঈমানী দায়িত্ব জগন্নাথপুর ইফতার মাহফিল-কর্ণেল অবঃ আলী আহমদ

স্টাফ রিপোটার:: আজ বিশ্বে চলছে অসম প্রতিযোগিতা- সেই সাথে প্রতিযোগিতায় ব্যবহার করছে ধর্মকেও ধর্মীও অনুষ্ঠান হয়ে পরেছে পার্ঠি। জগন্নাথপুর উপজেলার সিংহবাঘ সামাজিক সংগঠন মিলিত প্রয়াসে- জগন্নাথপুর সামাজিক ঐক্য পরিষদ-এ-অসহ প্রতিযোগিতা থেকে বেরিয়ে আসতে এক মহত উদ্যোগ গ্রহণ করেছে। সেই উদ্যোগের এক- মিলনের ইফতার অনুষ্ঠিত হয়। ইফতার মাহফিলে প্রধান অথিতির বক্তব্য রাখেন বিশিষ্ঠ শিক্ষাবীদ ও রাজনীতিবীদ কর্ণেল আলী আহমদ বলেন, রহমত, বরকত ও মাগফিরাতের মাসে, মানুষ শান্তিতে নেই। অশ্লিলতা-বেহায়াপনা এ মাসে বন্দ হয়নি।বন্দ হয়নি ঘোষ বানিজ্য- ইফতার ও সেহরির সময়ে বিদ্যুতের ভেলকীবাজী অব্যাহত, দ্রব্য মূল্য লাগামহীন- তিনি সরকারের কাছে রমযানের পবিত্রতা রক্ষায় উদ্যোগী হওয়ার আবেদন জানান। জগন্নাথপুর পৌর পয়েন্ট ভাই ভাই রেষ্টুরেন্টে অনুষ্ঠিত ইফতার মাহফিলে প্রধান অথিতির বক্তব্যে কর্ণেল আলী আহমদ উপরোক্ত কথাগুলো বলেন। প্রধান আলোচকের বক্তব্যে- ইসলামী ছাত্র মজলিস সিলেট পশ্চিম জেলার সাবেক সভাপতি হাফিজ মাওলানা এনামুল হাসান বলেন, কুরআন নাযিলের এ মাসে কুরআনি সমাজ প্রতিষ্ঠায় শপত আর বলিষ্ঠ ভাবে গ্রহণ করতে হবে।জগন্নাথপুর সামাজিক ঐক্য পরিষদের ইফতার পূর্বে আলোচনা সভায় হাফিজ মাওলানা এনামুল হাসান উপরোক্ত কথাগুলো বলেন।বাংলাদেশ মানবাধিকার কাউন্সিল জগন্নাথপুর উপজেলা শাখার সভাপতি সৈয়দ শফিকুর রহমানের সভাপতিত্বে ও জগন্নাথপুর মানব সেবা পরিষদের সভাপতি হাজ্বী সুহেল আহমদ খাঁন টুনুর পরিচালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় বিশেষ অথিতির বক্তব্য রাখেন আউসাক প্রাঃ লিঃ এর ব্যবস্থপনা পরিচালক মাওলানা ইমরান আহমদ, জগন্নাথপুর উলামা ঐক্য পরিষদের সেত্রেুটারী মাওলানা হাসমত উল্লাহ খাঁন, সৈয়দপুর আদর্শ কলেজের অধ্যক্ষ এডভোকেটঃ মোঃ আব্দুর রহমান, জগন্নাথপুর কবি- সাহিত্য পরিষদের সভাপতি কবি আলতাব আলী, কবি সৈয়দ আজমল হুসেন, সাংবাদিক জহিরুল ইসলাম লাল মিয়া,মুহাম্মদ ইয়াকুব মিয়া, জগন্নাথপুর তরুণ উলামা পরিষদের সেত্রেুটারী মাওলানা ইসমাইল হুসেন সৌরভ, জগন্নাথপুর উপজেলা সমাজ কল্যাণ পরিষদের কেন্দ্রীয় সাংগাঠনিক সম্পাদক প্রভাষক এম জাহিদ হাসান, জগন্নাথপুর মানব সেবা পরিষদের সেক্রেটারী মোঃ ফয়জুল হক আমীনি, সাংগঠনিক সম্পাদক বাবুল খাঁন মুন্না, রানীগঞ্জ মডেল সোসাইটির সভাপতি আল- আমীন ইসলাম, জগন্নাথপুর ছাত্র কল্যাণ পরিষদের সেত্রেুটারী রাশিদ আহমদ চৌঃ মুরাদ।প্রমুখ।আলোচনা সভার শুরুতে কালামে পাক থেকে তেলাওয়াত করেন হাফিজ আব্দুল হাই, হাফিজ মাওলানা জামিলুল হক আমীনির মুনাজাতের মাধ্যমে সমাপ্ত হয়।

Exit mobile version